ব্যবহার শেখাতে পাঠ সিভিক ভলান্টিয়ারদের

লালবাজারের ট্র্যাফিক বিভাগের সঙ্গে যুক্ত কর্তারা জানাচ্ছেন, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগে প্রায় ২০০০ সিভিক ভলান্টিয়ার রয়েছেন। রোজ প্রায় আট ঘণ্টা ধরে তাঁদের প্রশিক্ষণ চলবে।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০১:২৪
Share:

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল।—ছবি সংগৃহীত।

দক্ষিণ কলকাতার একটি রাস্তায় গাড়ি রেখেছিলেন এক ব্যক্তি। কেন তিনি ওই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছেন, তা নিয়ে চালকের সঙ্গে বচসা বাধে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের। চালকের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। যা নিয়ে পরে অভিযোগও জমা পড়েছিল লালবাজারের কর্তাদের কাছে।

Advertisement

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ওঠা এমন দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। পুলিশকর্তাদের কাছে মাঝেমধ্যেই এই সংক্রান্ত অভিযোগ আসছে। যার ফলে আদতে পুলিশেরই সম্মান নষ্ট হচ্ছে বলে মত বাহিনীর একাংশের। সমস্যার সমাধানে এ বার ট্র্যাফিক বিভাগে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের আচরণবিধি শেখানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করল লালবাজার। আজ, মঙ্গলবার কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। এক মাসেরও বেশি সময় এই প্রশিক্ষণ-পর্ব চলবে বলে পুলিশ সূত্রের খবর।

লালবাজারের ট্র্যাফিক বিভাগের সঙ্গে যুক্ত কর্তারা জানাচ্ছেন, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগে প্রায় ২০০০ সিভিক ভলান্টিয়ার রয়েছেন। রোজ প্রায় আট ঘণ্টা ধরে তাঁদের প্রশিক্ষণ চলবে। এক জনকে এক দিনই প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর। প্রতিদিন প্রশিক্ষণ পাবেন ১০০ জন সিভিক ভলান্টিয়ার। কলকাতা ট্র্যাফিক পুলিশের ডিসি-সহ শীর্ষ কর্তারা এই প্রশিক্ষণ দেবেন।

Advertisement

প্রসঙ্গত, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগে যোগ দেওয়ার আগে সিভিক ভলান্টিয়ারদের ‘বেসিক অ্যান্ড ট্র্যাফিক ট্রেনিং’-এর পাঠ নিতে হয়। সেখানে তাঁদের মূলত ট্র্যাফিক আইন থেকে শুরু করে ট্র্যাফিক ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পুলিশের একাংশ জানিয়েছে, ট্র্যাফিক বিভাগে পর্যাপ্ত সংখ্যক কর্মী না থাকায় প্রতিটি গার্ডকেই

সিভিক ভলান্টিয়ারদের উপরে নির্ভর করতে হয়। ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সাদা উর্দিধারীদের দেখা গেলেও অন্যত্র সবুজ পোশাক পরিহিত সিভিক ভলান্টিয়ারদের প্রাধান্যই বেশি চোখে পড়ে।

লালবাজারের খবর, পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের সঙ্গে কেমন ব্যবহার করবেন সিভিক ভলান্টিয়ারেরা, মূলত তা-ই শেখানোর উপরে জোর দেওয়া হবে প্রশিক্ষণ শিবিরে। একই সঙ্গে কোন পরিস্থিতিতে কেমন ব্যবহার করা উচিত, সেটাও শেখানো হবে। এর জন্য অভিজ্ঞ পুলিশকর্তাদের পাশাপাশি মনোবিদদেরও এই শিবিরে ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন