বচসা মেটাতে যাওয়ায় কনস্টেবলের হাতে কামড়

বাড়িওয়ালা-ভাড়াটের ঝামেলা মেটাতে গিয়ে হাতে কামড় খেলেন এক মহিলা কনস্টেবল। রবিবার দুপুরে, আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার গোপাল বসু লেনের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:১৫
Share:

বাড়িওয়ালা-ভাড়াটের ঝামেলা মেটাতে গিয়ে হাতে কামড় খেলেন এক মহিলা কনস্টেবল। রবিবার দুপুরে, আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার গোপাল বসু লেনের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বারান্দায় সিসিটিভি লাগাচ্ছিলেন বাড়ির মালিক সমরেশ চট্টোপাধ্যায়। কিন্তু তাতে গোপনীয়তা নষ্ট হবে বলে আপত্তি তোলেন তাঁর ভাড়াটে সোনকা পাত্র এবং তাঁর দুই মেয়ে সীমা ও বিজলি পাত্র। শুরু হয় বাড়িওয়ালা ভাড়াটের বচসা। যা পৌঁছয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত পুলিশ ডাকেন বাড়িওয়ালা।

এক স্থানীয় বাসিন্দা জানান, পুলিশ আসায় বচসা আরও বেড়ে যায়। দু’পক্ষকে শান্ত করতে চেষ্টা করছিলেন কনস্টেবল দুর্গা
হাঁসদা। অভিযোগ, হঠাৎই দুর্গাদেবীর উপরে চড়াও হন সীমা ও বিজলি। সীমা আচমকা দুর্গার হাতে কামড় বসান। দুর্গার হাত থেকে রক্ত ঝরতে থাকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ সীমা ও বিজলিকে গ্রেফতার করে।

Advertisement

আমহার্স্ট স্ট্রিট থানার এক অফিসারের কথায়, ‘‘দুর্গা দক্ষতার সঙ্গে বহু ঝামেলা মিটিয়েছেন। কিন্তু সামান্য একটা ঘটনায় রক্তাক্ত হতে হবে তা বোধহয় তিনি
কোনওদিন ভাবেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement