পাইপে ফাটল, জলের চাপে রাস্তায় নামল ধস

পুরসভা সূত্রের খবর, ওই ফাটলের জেরে রবিবার রাত থেকে রাস্তার উপরে জল আসতে থাকে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এলাকায় যান ওই বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০১:৩০
Share:

এই পাইপলাইন ফেটেই বিপত্তি। সোমবার, ক্যানাল সার্কুলার রোডে। নিজস্ব চিত্র

ফের পানীয় জলের পাইপে ফাটল। এ বার উল্টোডাঙা এলাকায় ক্যানাল সার্কুলার রোডে। পুরসভা সূত্রের খবর, টালা জলাধার থেকে সল্টলেকে পানীয় জল সরবরাহ হয় যে ৬০ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে, সেটির একটি অংশ ফেটে যায়। আর তাতেই রবিবার রাতে মাটি ফুঁড়ে জল ছিটকে আসে রাস্তার উপরে। মাটির নীচে পাইপলাইন ফেটে জল বেরোতে থাকলে ধসে যায় রাস্তার কিছুটা অংশও। তবে পুলিশ জানিয়েছে, ওই রাস্তাটি খুব ব্যস্ত না হওয়ায় বিশেষ সমস্যায় পড়তে হয়নি যান নিয়ন্ত্রণ নিয়ে। পুরসভা জানিয়েছে, সোমবার দুপুরের মধ্যেই পাইপের সেই ফাটল সারিয়ে ফেলা হয়েছে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, ওই ফাটলের জেরে রবিবার রাত থেকে রাস্তার উপরে জল আসতে থাকে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এলাকায় যান ওই বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত। জানানো হয় মেয়র ফিরহাদ হকিমকেও। অনিন্দ্যবাবু জানান, ওই পাইপ দিয়ে টালা থেকে জল সরবরাহ হয় সল্টলেক এবং বেলেঘাটার চাউলপট্টি বুস্টার পাম্পিং স্টেশনে। ফাটলটি বেড়ে যাওয়ার আগেই পুরসভার জল সরবরাহ দফতর সারানোর কাজ শুরু করে দেয়। ওই দফতরের এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, রাতেই রাস্তার মাটি কেটে পাইপ সারানোর কাজ শুরু করা হয়। প্রায় আড়াই ইঞ্চির ফাটল ছিল ওই পাইপে। তবে ৬০ ইঞ্চি ব্যাসের পাইপ বলে জলের গতিও বেশি থাকে। ফাটল থেকে জলও বেরিয়ে গিয়েছে অনেক। তাতেই রাস্তার নীচের অংশ নরম হয়ে ধসে পড়ে বলে তাঁর দাবি।

দিন কয়েক আগে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রামমন্দিরের কাছে মাটির নীচে পাইপ ফেটে বিপত্তি ঘটে। তাতে প্রায় সাত দিন ওই রাস্তার যান চলাচল ব্যাহত হয়। গত বৃহস্পতিবার রাতভর কাজ করে সেই পাইপলাইন সারানো হয়। পুরসভার এক ইঞ্জিনিয়ার জানান, ক্যানাল সার্কুলার রোডে যান চলাচলের চাপ কম থাকায় কাজ করতেও সুবিধা হয়েছে। তা ছাড়া ধস নামা অংশটি ঘিরে রেখে পাশের পথ দিয়ে কিছু গাড়ি চলাচল করানো গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন