East West Metro

Sealdah metro: শিয়ালদহ মেট্রোর চূড়ান্ত ব্যবস্থাপনা পরিদর্শন

শিয়ালদহ স্টেশন উদ্বোধনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আসার আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ০৭:৫৮
Share:

শিয়ালদহ স্টেশনের ভিতরের ছবি। —নিজস্ব চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের অন্তিম পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন মেট্রো রেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর আধিকারিকদের নিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা খুঁটিয়ে পরীক্ষা করেন তিনি। উল্লেখ্য, গত ১৬ এবং ১৭ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন করেছিলেন রেলওয়ে সেফটি কমিশনার লতিফ খান। সপ্তাহখানেকের মধ্যে জমা দেওয়া রিপোর্টে শর্তসাপেক্ষে মেট্রো চলাচলের অনুমতি দিয়েছিলেন তিনি। পাশাপাশি, স্টেশন এবং যাত্রী-সুরক্ষার একাধিক বিষয় নিয়ে নিজের পর্যবেক্ষণও জানিয়েছিলেন। রিপোর্টে ৯৪টি বিষয়ে বিভিন্ন সমস্যার দিক তুলে ধরা হয়েছিল। মেট্রোর তরফে চেষ্টা চালিয়ে প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রে সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে বলে খবর। কিছু ক্ষেত্রে সেফটি কমিশনারের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁদের দিক থেকে পরিষেবা শুরু করার প্রস্তুতি সম্পূর্ণ। এ দিন জেনারেল ম্যানেজার শিয়ালদহ স্টেশনের লিফট, এসক্যালেটর, প্ল্যাটফর্মে প্রবেশের স্বয়ংক্রিয় গেট, স্টেশনের অপারেশনাল কন্ট্রোল, ফায়ার কন্ট্রোল -সহ একাধিক ব্যবস্থা খতিয়ে দেখেন। পরে শিয়ালদহ থেকে মেট্রো ধরে সেক্টর ফাইভ পর্যন্ত যান তিনি। মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ স্টেশন উদ্বোধনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আসার আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পরিষেবা চালু করতে চেয়ে মেট্রো কর্তৃপক্ষ তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন। সব ঠিক থাকলে এবং মন্ত্রকের সম্মতি মিললে চলতি মাসেই পরিষেবা শুরু হতে পারে বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন