লাক্সারি ট্যাক্সির ধর্মঘট স্থগিত

সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তবে রবিবার পরিবহণ দফতরের সঙ্গে আলোচনার পরে তা আপাতত স্থগিত রাখল তারা। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত ঘোষের দাবি, এ দিন সকালে পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এর পরেই ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০১:৪৩
Share:

বাস-ট্যাক্সি-অটোর ভাড়া বাড়লেও তাদের ভাড়া বাড়েনি। এর পরেই আজ, সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তবে রবিবার পরিবহণ দফতরের সঙ্গে আলোচনার পরে তা আপাতত স্থগিত রাখল তারা। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত ঘোষের দাবি, এ দিন সকালে পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এর পরেই ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংগঠন। সুব্রতবাবু জানান, কাল মঙ্গলবার জামাইষষ্ঠী। উৎসবের সময়ে মানুষ যাতে অসুবিধায় না পড়েন, তা দেখতে অনুরোধ করা হয়েছে পরিবহণ দফতরের তরফে।

Advertisement

গোটা বিষয়টি নিয়ে বুধবার বিকেলে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে সংগঠনের নেতৃত্বের। তাঁদের অবশ্য দাবি, এখনই ধর্মঘট প্রত্যাহার করা হয়নি। বুধবারের বৈঠকে ইতিবাচক কিছু না হলে ফের ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সুব্রতেরা। ভাড়া বৃদ্ধির দাবিতে এ দিন সকালে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক থেকে মেয়ো রোডের গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেন সংগঠনের নেতৃত্ব। প্রায় সাড়ে চারশো গাড়ি এ দিনের মিছিলে ছিল বলে দাবি সুব্রতবাবুদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন