শিশুহারা বাবাকে ফোন মমতার

অ্যাপোলো হাসপাতালে মারা যাওয়া চার মাসের কুহেলি চক্রবর্তীর বাবা অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে শনিবার দুপুরে টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০১:২২
Share:

অ্যাপোলো হাসপাতালে মারা যাওয়া চার মাসের কুহেলি চক্রবর্তীর বাবা অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে শনিবার দুপুরে টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং জানান যে তিনি অভিযোগপত্র দেখেছেন। সরকার তাঁদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অভিজিৎবাবু এ দিন জানান, দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি ফোন আসে এবং জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে চান তাঁর সঙ্গে। এর পরে পৌনে দু’টো নাগাদ ফোন করেন মুখ্যমন্ত্রী। এর আগে অভিজিৎবাবুদের সঙ্গে দেখা না হওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

অভিজিৎবাবুর কথায়, ‘‘যে সব জায়গায় আমরা অভিযোগ জানিয়েছি, সেখানে যেন গুরুত্ব দিয়ে ভাল ভাবে অভিযোগ বিচার করা হয়, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমার এবং আমার স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আমরা ওঁর সঙ্গে এক বার দেখা করতে চেয়েছি। তিনি জানিয়েছেন, সে ব্যাপারে ব্যবস্থা করছেন তিনি।’’

Advertisement

অন্য দিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ফুলবাগান থানার তরফে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসার নথি চেয়ে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন