বৃদ্ধ খুনে অবশেষে গ্রেফতার অভিযুক্ত

তদন্তকারীরা জানান, তানজিমও ওই কারখানার কর্মী ছিল। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে জেরায় ধৃত যুবক জানিয়েছে, ওই রাতে জুতোর কারখানায় সে লুঠের উদ্দেশ্যে ঢুকেছিল। বৃদ্ধ বাধা দেওয়ায় সে তাঁকে খুন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০২:০৫
Share:

—প্রতীকী চিত্র।

সিসি ক্যামেরার সূত্র ধরে তিলজলায় বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ তানজিম আলম ওরফে মংলু। তার বাড়ি তিলজলায়। সোমবার কাশীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ৪ ডিসেম্বর সকালে তিলজলা থানার তপসিয়া রোডের একটি জুতো কারখানার ভিতরে একটি ঘরের মধ্যে মহম্মদ গোলাম রসুল (৭৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গোলাম রসুল ওই কারখানায় দারোয়ানের কাজ করতেন।

তদন্তকারীরা জানান, তানজিমও ওই কারখানার কর্মী ছিল। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে জেরায় ধৃত যুবক জানিয়েছে, ওই রাতে জুতোর কারখানায় সে লুঠের উদ্দেশ্যে ঢুকেছিল। বৃদ্ধ বাধা দেওয়ায় সে তাঁকে খুন করে। তদন্তে নেমে অভিযুক্তের মোবাইলের কললিস্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সে বিহারের নালন্দায় গা-ঢাকা দিয়ে রয়েছে। দিন দু’য়েক আগে নালন্দায় হানা দিয়েও তাকে ধরতে পারেনি পুলিশ। শেষমেশ সোমবার সকালে কাশীপুর থেকে ধরা পড়ে তানজিম।

Advertisement

তদন্তকারীরা জানান, ৪ ডিসেম্বর দেহ উদ্ধারের সময়ে ওই বৃদ্ধের বাঁ চোখের উপরে এবং নীচে গভীর ক্ষত ছিল। সেই সঙ্গে মুখেও ছিল একাধিক আঘাতের চিহ্ন। খুনের মামলা ধরে নিয়ে তদন্তকারীরা এগোতে শুরু করেন। পরে বৃদ্ধের পরিবারের তরফেও খুনের মামলা রুজু করা হয়। সোমবার কাশীপুর থেকে গ্রেফতার করার পর মংলু পুলিশি জেরায় স্বীকার করে, সে-ই বৃদ্ধকে অস্ত্র দিয়ে খুন করেছে। ধৃতকে আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন