স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায় ন’বছর আগে ওই এলাকার বাসিন্দা রফিকুল মোল্লা বিয়ে করেন আলেয়া বিবিকে। ওই দম্পতির একটি আট বছরের ছেলে ও চার বছরের মেয়ে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০১:৫৪
Share:

—প্রতীকী ছবি।

স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরিফের নবপল্লিতে। নিহত গৃহবধূর নাম আলেয়া বিবি (২৯)। পুলিশ জানায়, ওই গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী রফিকুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায় ন’বছর আগে ওই এলাকার বাসিন্দা রফিকুল মোল্লা বিয়ে করেন আলেয়া বিবিকে। ওই দম্পতির একটি আট বছরের ছেলে ও চার বছরের মেয়ে আছে। আলেয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর নেশা করাকে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে গোলমাল লেগেই থাকত। আলেয়া বিবি স্বামীর নেশা করাকে কোনও ভাবেই মেনে নিতে পারতেন না। রফিকুল আবার সন্দেহ করতেন তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক আছে বলে। সমস্যা বাড়ায় গত কিছু দিন ধরে ওই গৃহবধূ পাশেই তাঁর বাপের বাড়িতে থাকছিলেন বলে জানিয়েছেন পরিজনেরা। অভিযোগ, এ দিন যখন ওই গৃহবধূ রাস্তার পাশে রোদে ধান মেলে দিচ্ছিলেন, সেই সময়ে রফিকুল এটা ধারাল অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাথাড়ি কোপাতে থাকেন তাঁকে। স্থানীয় লোকজন ছুটে যেতেই পালিয়ে যান রফিকুল। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে ঘুটিয়ারি শরিফ ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এ দিন সন্ধ্যায় রফিকুলকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement