বাঁশের ঘা মেরে ‘খুন’, গ্রেফতার

স্ত্রী-র প্রতি আসক্ত বন্ধু, তাই নিয়ে স্ত্রী আর বন্ধুর সঙ্গে মনোমালিন্য চলছিল টিটাগড় থানার চাপুড়িয়ার বাসিন্দা শেখ সফিকুলের। শেষে বন্ধু শেখ বাবলু (৪৪)-কে বাঁশের ঘা মেরে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৫
Share:

স্ত্রী-র প্রতি আসক্ত বন্ধু, তাই নিয়ে স্ত্রী আর বন্ধুর সঙ্গে মনোমালিন্য চলছিল টিটাগড় থানার চাপুড়িয়ার বাসিন্দা শেখ সফিকুলের। শেষে বন্ধু শেখ বাবলু (৪৪)-কে বাঁশের ঘা মেরে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে সফিকুলের স্ত্রী সালেমা ওরফে আজিমা বিবিকেও।

Advertisement

পুলিশ জানায়, মোহনপুর চক কাঁঠালিয়ার বাসিন্দা বাবলুর সঙ্গে সিল্ক স্ক্রিন প্রিন্টিং এর কারখানায় কাজ করত সফিকুল। বছর দুই ধরে সফিকুলের বাড়িতে যাতায়াত ছিল বাবলুর। সেখানেই আলাপ এবং ঘনিষ্ঠতা সালেমার সঙ্গে। দেবপুকুরের একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন সালেমা। দু’জনের সম্পর্কে সফিকুল আপত্তি জানালে সালেমা বিবাহবিচ্ছেদ চান। সফিকুল মানতে চাননি। তবুও চাপুড়িয়ার কাছে বিড়লা গেটে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন বাবলু ও সালেমা। রবিবার রাতে সেখানে দু’জন কিছুক্ষণ কাটানোর পরে যখন বাবলু বাড়ি ফিরছিলেন, তখনই তাঁকে পিছন থেকে বাঁশের বাড়ি মারেন সফিকুল বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবলুর মৃত্যু হয়।

অন্য দিকে, টিটাগড়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর গণ্ডগোলে কুন্দন যাদব (২৫) নামে এক দুষ্কৃতী খুন হয়েছে। সম্প্রতি একটি খুনের ঘটনায় কুন্দনকে পুলিশ খুঁজছিল। পুলিশ জানিয়েছে, স্থানীয় ডোমপট্টির বাসিন্দা কুন্দন রবিবার রাতে বাড়ি ফেরার সময়ে টিটাগড় জি সি রোডে মোটরবাইকে আসা দুষ্কৃতীরা তাকে গুলি করে। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন