অটোয় খাতা উদ্ধার

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গত বছরের দর্শন শাস্ত্রের পার্ট-১ পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হল অটো থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ওই পরীক্ষার ৩০টি উত্তরপত্র সোমবার ফুলবাগানে একটি অটোয় পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:৩০
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গত বছরের দর্শন শাস্ত্রের পার্ট-১ পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হল অটো থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ওই পরীক্ষার ৩০টি উত্তরপত্র সোমবার ফুলবাগানে একটি অটোয় পড়ে থাকতে দেখা যায়। চালক সেগুলি একটি খাবারের দোকানে জমা দেন। দোকান মালিক খাতাগুলি জমা দেন ফুলবাগান থানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছেন, ওই পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে। তা হলে উত্তরপত্রগুলি উদ্ধার হল কী ভাবে? কর্তৃপক্ষ জানান, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ জানায়, সোমবার এক বান্ডিল উত্তরপত্র নিয়ে অটোতে উঠেছিলেন বিদ্যাসাগর কলেজের দর্শন শাস্ত্রের এক শিক্ষক। তিনি ফুলবাগান মোড়ে অটো থেকে নেমে যান উত্তরপত্রগুলি সঙ্গে না নিয়েই। কিছুক্ষণ পরে অটোচালক গাড়িতে উত্তরপত্রগুলি পড়ে থাকতে দেখে খাবারের দোকানের মালিকের কাছে জমা দিয়ে চলে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement