Kolkata News

মেসির পেনাল্টি মিসের সেই ‘মিম’ পোস্টই ভাঙল কলকাতা পুলিশের রেকর্ড

আর তার জেরেই কলকাতা পুলিশের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই পোস্ট। এখনও পর্যন্ত প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে। রিঅ্যাক্ট করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার। কলকাতা পুলিশেরই একটি টিম এই সোশ্যাল মিডিয়ার যাবতীয় কাজকর্ম চালায়। দলের সদস্যরা বলছেন, এ পর্যন্ত এত সংখ্যায় শেয়ার, লাইক বা রিঅ্যাক্ট এ পর্যন্ত কলকাতা পুলিশের কোনও পোস্টে হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ২২:৪১
Share:

এই পোস্টই নয়া নজির গড়েছে। ছবি সৌজন্যে কলকাতা পুলিশের ফেসবুক পেজ।

‘সব পেনাল্টি মিস হয় না।’ মেসির পেনাল্টি মিসের ছবি দিয়ে ‘মিম’ ফেসবুক পোস্ট করে কলকাতা পুলিশকে চূড়ান্ত ট্রোল হতে হয়েছে মেসি ভক্তদের কাছে। কিন্তু সেই পোস্টই এবার ছাপিয়ে গেল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ার রেকর্ড। কলকাতা পুলিশের ফেসবুক পেজ-এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার হয়েছে। শুধু তাই নয়, লাইক এবং ‘রিঅ্যাক্ট’-ও সবচেয়ে বেশি হয়েছে ওই পোস্টেই।

Advertisement

গত ১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে মেসি পেনাল্টিতে গোল মিস করেন। পথ সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ এই নিয়ে ‘মিম’ তৈরি করে। তাতে মেসির পেনাল্টি মিসের ছবির সঙ্গে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের ছবি পাশাপাশি জোড়া হয়। ওই সার্জেন্ট হেলমেটবিহীন বাইক আরোহীকে জরিমানার (পেনাল্টি)চালান কাটছেন। স্লোগান ছিল ‘সব পেনাল্টি মিস হয় না’।

এই ‘মিম’ পোস্ট হতেই নেট দুনিয়া কার্যত দু’ভাগ হয়ে যায়। কমেন্ট, শেয়ার করে মেসি ও আর্জেন্টিনা ভক্ত নেটিজেনরা কলকাতা পুলিশকে ট্রোলিং শুরু করেন। ব্যাঙ্গ-বিদ্রুপ, ঠাট্টা তামাশা মিশ্রিত কমেন্টে ভরে যায় সেই পোস্ট। ‘পেনাল্টি-র টাকা পুলিশের পকেটে ঢোকে বলেই মিস হয় না’-এরকম সব কমেন্টও হজম করতে হয়েছে পুলিশকে। অনেকে আবার নীতি-নৈতিকতা ও আইনের প্রশ্ন তুলে বলেছেন, কলকাতা পুলিশের পক্ষে এটা করা কী আদ‌ৌ উচিত হয়েছে। উল্টো দিকে ব্রাজিল-জার্মানি ও অন্যান্য দলের সমর্থকরা এই স্লোগানের উচ্ছ্বসিত প্রশংসা করেন। কলকাতা পুলিশের সবচেয়ে সেরা স্লোগান বলেও মন্তব্য করেন অনেকে। তখন থেকে এখনও পর্যন্ত সোশ্যাল ওয়ালে এই পোস্টের উপরই কলকাতা তথা রাজ্যে সবচেয়ে বেশি ‘অ্যাকটিভিটি’।

Advertisement

আরও পড়ুন: ‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না!’

আর তার জেরেই কলকাতা পুলিশের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই পোস্ট। এখনও পর্যন্ত প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে। রিঅ্যাক্ট করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার। কলকাতা পুলিশেরই একটি টিম এই সোশ্যাল মিডিয়ার যাবতীয় কাজকর্ম চালায়। দলের সদস্যরা বলছেন, এ পর্যন্ত এত সংখ্যায় শেয়ার, লাইক বা রিঅ্যাক্ট এ পর্যন্ত কলকাতা পুলিশের কোনও পোস্টে হয়নি।

আরও পড়ুন: রেস করতে গিয়েই দুর্ঘটনা? কলকাতায় মৃত্যু ম্যানেজমেন্ট পড়ুয়ার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement