Kolkata Metro

সপ্তাহের প্রথম দিনে মেট্রো-বিভ্রাট, অনিয়মিত পরিষেবার জেরে সকালে ভোগান্তিতে অফিসযাত্রীরা

ফের গোলযোগ মেট্রোয়। অনিয়মিত পরিষেবার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। সপ্তাহের শুরুর দিনেই যার জেরে ভোগান্তিতে পড়তে হল নিত্যযাত্রীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:০৪
Share:

সোমবার সকালে দমদম স্টেশন। — নিজস্ব চিত্র।

ফের গোলযোগ মেট্রোয়। অনিয়মিত পরিষেবার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। সপ্তাহের শুরুর দিনেই যার জেরে ভোগান্তিতে পড়তে হল নিত্যযাত্রীদের।

Advertisement

যাত্রীদের ভিড় দমদম মেট্রো স্টেশনে। সোমবার। — নিজস্ব চিত্র।

সোমবার সকাল প্রায় ৯টা থেকে আপ এবং ডাউন— দুই লাইনেই অনিয়মিত ভাবে মেট্রো চলছিল— ট্রেন আসছিল নির্ধারিত সময়ের পরে। একের পর এক স্টেশনে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী ট্রেনগুলি থমকে যায়। বিলম্বিত পরিষেবার জেরে প্রতিটি স্টেশনেই ভিড় বাড়তে থাকে নিত্যযাত্রীদের। দমদমে প্রায় ১০ মিনিট দেরিতে কবি সুভাষগামী মেট্রো চলছিল। দক্ষিণেশ্বরগামী মেট্রোও দাঁড়িয়ে ছিল দীর্ঘ ক্ষণ। ঘোষণা করা হচ্ছিল, মেট্রো ছাড়তে বিলম্ব হবে।

এ সবের জেরে সোমবার সকালে ডাউনের দিকে কবি সুভাষগামী মেট্রোগুলিতে প্রবল ভিড়। স্টেশনেও তিলধারণের জায়গা নেই। ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসযাত্রীদের। মেট্রোর তরফেও স্টেশনে বার বার ঘোষণা করা হচ্ছে, পর পর গাড়ি রয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে একই মেট্রোয় ভিড় না করতে, তাতে অসুবিধা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, দমদম এবং নোয়াপাড়ার মাঝখানে একটি পয়েন্ট খারাপ হয়ে যায়। সকাল ৯ নাগাদ সেখানে মেট্রোর ইঞ্জিনিয়াররা পৌঁছোন। মেরামতির পর সকাল ৯টা ৫৫ নাগাদ মেট্রো নিয়ন্ত্রিত পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement