Kolkata Metro Railway

বিদ্যুৎ-বিভ্রাট থার্ড রেলে, ব্যাহত মেট্রো

বৃহস্পতিবার সকাল ৭টার কিছু পরে নোয়াপাড়া কারশেড থেকে মেট্রোর রেক বার করে আনার লাইনের লাগোয়া থার্ড রেলে সমস্যা দেখা দেয়। ওই রেল বিদ্যুৎহীন হয়ে পড়ায় রেক বার করার কাজ থমকে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৭:২৪
Share:

দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রোর পরিষেবা ব্যাহত হল। —প্রতীকী চিত্র।

সাতসকালে থার্ড রেলে বিপত্তির কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রোর পরিষেবা ব্যাহত হল। বৃহস্পতিবার সকাল ৭টার কিছু পরে নোয়াপাড়া কারশেড থেকে মেট্রোর রেক বার করে আনার লাইনের লাগোয়া থার্ড রেলে সমস্যা দেখা দেয়। ওই রেল বিদ্যুৎহীন হয়ে পড়ায় রেক বার করার কাজ থমকে যায়।

নির্দিষ্ট ব্যবধানে মেট্রোর পরিষেবা সচল রাখার জন্য দু’প্রান্তে নোয়াপাড়া এবং কবি সুভাষ কারশেড থেকে পর পর রেক বার করা নিয়ম হলেও এ দিন নোয়াপাড়া থেকে রেক বার করার কাজ সাময়িক ভাবে থমকে যায়। এর ফলে দু’প্রান্তেরেকের সংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে খবর। উদ্ভূত পরিস্থিতিতে দমদম থেকে ডাউন লাইনে পরিষেবা সচল রাখতে কবি সুভাষ থেকে ছেড়ে আসা মেট্রোর রেকগুলির অর্ধেককে দমদম থেকে ঘুরিয়ে কবি সুভাষ অভিমুখে চালানো হয়। পাশাপাশি বাকি রেকগুলিকে দক্ষিণেশ্বর থেকে চালানোর জন্য পাঠানো হয়। ওই ব্যবস্থায় কবি সুভাষ থেকে ছেড়ে আসা প্রতিদু’টি রেকের মধ্যে একটিকে দক্ষিণেশ্বর পাঠিয়ে সেখান থেকে চালানো হয়। সকাল পৌনে ৯টা নাগাদ থার্ড রেলের সমস্যা মেটে বলে খবর। তার পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন