দেরিতে চলবে মেট্রো

মেট্রো সূত্রে খবর, শুক্রবার রাত থেকে মেট্রোর বেলগাছিয়া সাব-স্টেশনে হাইস্পিড সার্কিট ব্রেকার সুইচ বদলের কাজ শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৩
Share:

ফাইল চিত্র।

মেট্রোর বেলগাছিয়া সাব-স্টেশনে জরুরি মেরামতির কারণে আজ, শনিবার থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচলে দেরি হতে পারে।

Advertisement

মেট্রো সূত্রে খবর, শুক্রবার রাত থেকে মেট্রোর বেলগাছিয়া সাব-স্টেশনে হাইস্পিড সার্কিট ব্রেকার সুইচ বদলের কাজ শুরু হবে। সে কারণে ডাউনে কবি সুভাষগামী ট্রেনের লাইনে দমদম থেকে বেলগাছিয়ার মধ্যে একবারে একটিই ট্রেন থাকতে পারবে। সেটি দমদম থেকে রওনা হয়ে বেলগাছিয়া ছাড়ালে, তবেই পিছনের ট্রেন আবার বেলগাছিয়ার দিকে রওনা হওয়ার সুযোগ পাবে। একই রকম ঘটনা ঘটবে আপ লাইনেও। আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন থাকলেও দু’টি ট্রেন একযোগে থার্ড রেল থেকে বিদ্যুৎ টানতে পারবে না। বেলগাছিয়া বন্ধ থাকায় দমদম এবং শ্যামবাজারের দিকে অন্য সাব-স্টেশন থেকে ট্রেনকে বিদ্যুৎ নিতে হবে।

এ সবের জেরে বিভিন্ন স্টেশনে সিগন্যাল পেতে সাময়িক বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে। দমদম স্টেশন দিয়ে দিনে লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শর্ট সার্কিট জনিত বিপত্তি এড়ানোর

Advertisement

পাশাপাশি যাত্রী সুরক্ষার স্বার্থেই সুইচ বদল জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন