বঁটি দিয়ে আঘাত, ধৃত

এক মহিলাকে অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার হল এক দুষ্কৃতী। মঙ্গলবার, কেএলসি থানা এলাকা থেকে। ধৃতের নাম বিশ্বজিৎ দাস ওরফে পচা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০১:৩৩
Share:

এক মহিলাকে অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার হল এক দুষ্কৃতী। মঙ্গলবার, কেএলসি থানা এলাকা থেকে। ধৃতের নাম বিশ্বজিৎ দাস ওরফে পচা।

Advertisement

পুলিশ জানায়, সোমবার তরুণ মণ্ডল নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে যায় বিশ্বজিৎ। সেখানে ছিলেন তরুণবাবুর স্ত্রী সরস্বতী মণ্ডল। বিশ্বজিৎ আগে ওই দোকান থেকে চুরির অভিযোগে ধরা পড়েছিল। ফের সে কেন এসেছে জিজ্ঞাসা করলে সরস্বতীর সঙ্গে বচসা শুরু হয়। দোকানে থাকা একটি বঁটি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকে বিশ্বজিৎ। তাতেই আহত হন সরস্বতী।

তরুণবাবু দোকানে পৌঁছলে চম্পট দেয় বিশ্বজিৎ। সরস্বতীকে এনআরএস-এ ভর্তি করা হয়। থানায় লিখিত অভিযোগ করে তাঁর পরিবার। এ দিকে, মঙ্গলবার পুলিশ খবর পায়, কেএলসি থানা এলাকায় দেখা গিয়েছে বিশ্বজিৎকে। সেখানে পৌঁছে পুলিশ তাকে ধরে। পুলিশ জানায়, জেরায় বিশ্বজিৎ অভিযোগ স্বীকার করেছে। বুধবার বিধাননগর আদালতে তাকে ৫ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement