নিজের বাড়ির সামনে বেআইনি পাঁচিল তৈরি রুখতে গিয়ে প্রোমোটারের হাতে এক মহিলা আইনজীবী মার খেলেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালা থানার জে কে মিত্র লেনে। অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছেন ওই প্রোমোটারও।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ওই মহিলা আইনজীবী হাইকোর্টের স্টেট প্যানেল কমিটির সদস্য। তাঁর অভিযোগ, নিজের বাড়ির সামনে একটি নির্মীয়মাণ বাড়ির পাঁচিল তৈরি হতে দেখে শুক্রবার রাতে তিনি বাধা দেন। তখন ওই বাড়ির প্রোমোটার অতনু খাসনবীশের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। এর পরেই ওই প্রোমোটার তাঁকে মারধর ও তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। যদিও পাল্টা অভিযোগে ওই প্রোমোটার দাবি করেন, নিজে থেকেই বাদানুবাদে জড়ানোর পরে ওই মহিলাই তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। দু’পক্ষেরই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।