ঝড়-বৃষ্টি মোকাবিলায়

বর্ষায় অতিবৃষ্টি বা ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে, দ্রুত লাইন সারানোর জন্য এ বছর ২৪ ঘণ্টা ১৪২টি মোবাইল গাড়ি প্রস্তুত রাখছে সিইএসসি। সিইএসসি-র পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, এ ছাড়াও বিদ্যুৎকর্মীদের নিয়ে ১০০টি দলও তৈরি রাখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৬:০৮
Share:

বর্ষায় অতিবৃষ্টি বা ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে, দ্রুত লাইন সারানোর জন্য এ বছর ২৪ ঘণ্টা ১৪২টি মোবাইল গাড়ি প্রস্তুত রাখছে সিইএসসি। সিইএসসি-র পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, এ ছাড়াও বিদ্যুৎকর্মীদের নিয়ে ১০০টি দলও তৈরি রাখা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগে ওই দলগুলিকে কাজে লাগানো হবে। কলকাতা পুরসভা এলাকার পাম্পিং স্টেশনগুলিতেও এ বছর উন্নত পরিকাঠামো তৈরি করে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কোনও কারণে একটি লাইন দিয়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেলে, দ্বিতীয় লাইনের মাধ্যমে পাম্পিং স্টেশনে বিদ্যুৎ চলে আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement