Dum Dum Municipality

রাস্তা থেকে নর্দমা, শীতেই একাধিক সংস্কারের পরিকল্পনা দমদমে

অভিযোগ, সরকারি কোনও প্রকল্পের জন্য এক বার রাস্তা খোঁড়া হলে, তা বহু দিন সেই ভাবে পড়ে থাকে। তাই দ্রুত মেরামতির দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

ওয়ার্ডের ভিতরের গলিপথ হোক বা বড় রাস্তা— দীর্ঘ দিনধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহু রাস্তাই। জোড়াতাপ্পি দিয়ে মেরামতির ফলে বর্ষায় ফের বেহাল অবস্থা হয়েছিল সেগুলির।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহু রাস্তায় পিচউঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছিল কিংবা রাস্তা ভেঙেচুরে গিয়েছিল। এখন আবার তাপ্পি দেওয়ার ফলে রাস্তা উঁচু-নিচু হয়ে রয়েছে।ফলে, বিশেষ করে রাতের অন্ধকারে খুব অসুবিধা হয়। এ বার তাই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সেই সবরাস্তা মেরামতির কাজে হাত দিতে চলেছে দমদম পুরসভা। তবে, শুধু রাস্তা মেরামতি নয়,প্রতিটি ওয়ার্ডে নর্দমা সংস্কার থেকে শুরু করে মাঠের চার দিকে পাঁচিল তোলা-সহ বিভিন্ন কাজেরপরিকল্পনা চলছে বলে জানিয়েছে পুরসভা।

বাসিন্দাদের দাবি, রাস্তা এমন ভাবে সারানো হোক, যাতে সহজেই না ভাঙে। পাশাপাশি, রাস্তায় যাতে জল দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থাও করা হোক। তাঁদের অভিযোগ, সরকারি কোনও প্রকল্পের জন্য এক বার রাস্তা খোঁড়া হলে, তা বহু দিন সেই ভাবে পড়ে থাকে। তাই দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন তাঁরা।পুরসভার এক কর্তা জানান, বিভিন্ন ওয়ার্ডের সব ক’টিবেহাল রাস্তা সারানোর পরিকল্পনা করা হচ্ছে। পুরসভা সূত্রের খবর, ‘আমাদের পাড়াআমাদের সমাধান’ প্রকল্পে খসড়া প্রস্তাব পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা অবশ্য রাস্তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন।তাঁদের অভিযোগ, দমদমে মূল সড়কগুলির পাশাপাশি স্বল্প পরিসরের অসংখ্য রাস্তারয়েছে। অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায়। যে কারণে ফি-বর্ষায় ভয়াবহ অবস্থা হয় রাস্তাগুলির। স্থানীয় বাসিন্দা গোপালরায়ের কথায়, ‘‘বসতি বেড়েছে। ফলে, রাস্তার উপরে চাপও বাড়ছে। তাই রাস্তা নিয়ে সুসংহত পরিকল্পনা দরকার। কিন্তু তেমনকোনও তৎপরতা নেই পুর প্রশাসনের।’’

যদিও অভিযোগ মানতে নারাজ পুরসভার একাংশ। একপুরকর্তার কথায়, ‘‘রাস্তার কাজ হয়েছিল। কিন্তু লাগাতার বৃষ্টিতে অনেক রাস্তাই ভেঙেছে। সেখানে তাপ্পি দেওয়া হয়েছিল। এ বার সার্বিক ভাবে রাস্তার মেরামতি হবে।’’দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, যে সব রাস্তার বেহাল দশা, সেগুলি মেরামতির পরিকল্পনা হয়েছে।‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের টাকায় সেই কাজ করা হতে পারে। পাশাপাশি, নর্দমা সংস্কার থেকে ওয়ার্ড-ভিত্তিক প্রস্তাবিত কাজগুলি শীতেরমরসুমেই শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন