সালিশি সভায় ডেকে এনে খুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আজাদ ওরফে রাজাকে স্থানীয় একটি ক্লাবে ডেকে পাঠানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০২:২৯
Share:

প্রতীকী ছবি।

এক যুবককে সালিশি সভায় ডেকে নিয়ে এসে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। রবিবার রাতে, দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার দক্ষিণ কাজিরহাট এলাকায়। ওই ঘটনায় স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃতের নাম আজাদ আলি মণ্ডল (৩০)। ওই সালিশি সভায় আলমগির মণ্ডল নামে এক ক্লাব সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তিনি জোকা ই এসআই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আজাদ ওরফে রাজাকে স্থানীয় একটি ক্লাবে ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ, স্থানীয় এক মহিলা ওই ক্লাবের কাছে অভিযোগে জানিয়েছিলেন, রাজা নানা ভাবে তাঁকে বিরক্ত করছেন। অভিযোগের ভিত্তিতে ক্লাবের সদস্যেরা রাজাকে সালিশি সভায় ডেকে পাঠান। ওই ক্লাবের সদস্যদের অভিযোগ, রাজা দলবল নিয়ে সালিশি সভায় হাজির হন। তার পরে ক্লাবের সদস্যদের উপরে হামলা চালান। হামলার সময় রাজার দলবলের গুলিতে জখম হন আলমগির। ক্লাবের সদস্যেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়েরা। আজাদকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আজাদের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজাদের পরিবারের তরফে বিষ্ণুপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, আজাদ এলাকায় মাদক বিক্রি করতেন। বিষ্ণুপুর থানা সূত্রেও জানা গিয়েছে, আজাদের বিরুদ্ধে এলাকায় একাধিক সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বেশ কয়েক বার গ্রেফতারও হয়েছিলেন তিনি। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement