Dakshineswar

সোমবার দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন মোদী

শেষ পর্যন্ত আগামী সোমবার, ২২ ফেব্রুয়ারি, ভার্চুয়াল মাধ্যমেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪১
Share:

দক্ষিণেশ্বর মেট্রো ফাইল ছবি।

শেষ পর্যন্ত আগামী সোমবার, ২২ ফেব্রুয়ারি, ভার্চুয়াল মাধ্যমেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর। ওই দিন সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে বলে জানা গিয়েছে। সেই সভা থেকেই মেট্রো-সহ রাজ্যের আরও চারটি রেললাইন সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। রেল এবং মেট্রো প্রকল্পের উদ্বোধনের জন্য ওই মাঠে পৃথক মঞ্চের ব্যবস্থাও করা হতে পারে। সরকারি ভাবে নির্ঘণ্ট এখনও প্রকাশ্যে না এলেও রেল এবং মেট্রোর তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়ার কাজ জোরকদমে চলছে।

Advertisement

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধনের বিষয়টিকে কেন্দ্রের তরফে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বরাহনগর ও বি টি রোড সংলগ্ন বিস্তীর্ণ অংশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা ছাড়াও উত্তর এবং দক্ষিণের দুই কালীতীর্থের সংযুক্তির বিষয়টিও প্রচারে গুরুত্ব পাচ্ছে। উত্তরের দক্ষিণেশ্বরের সঙ্গে মেট্রোপথের মাধ্যমে দক্ষিণের কালীঘাট জুড়ে যাওয়ার ফলে ভক্ত, তীর্থযাত্রী এবং পর্যটকদের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন রেলের কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করতে রেল বোর্ড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রতিনিয়ত মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন পরিসর খুব সঙ্কীর্ণ। সেই কারণেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে ভার্চুয়াল উদ্বোধনের বিষয়টি ভাবা হয়েছে বলে খবর। হেলিকপ্টার ওঠা-নামার সুবিধা বা জনসভা করার মতো পর্যাপ্ত পরিসরের অভাবই নিরাপত্তার দিক থেকে কিছুটা পিছিয়ে রেখেছে দক্ষিণেশ্বরকে। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী মেট্রোয় সফর করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাই মেট্রোর আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র তত্ত্বাবধানে নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরি রাখা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন চত্বরেও। মেট্রোর তরফে যে সমস্ত কর্মী এবং আধিকারিক উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, তাঁদের নামের তালিকা তৈরি করা ছাড়াও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ওই কর্মী এবং আধিকারিকদের নাম, বয়স, ফোন নম্বরের পাশাপাশি তাঁদের কোনও রকম শারীরিক অসুস্থতা আছে কি না, সে ব্যাপারেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, দক্ষিণেশ্বর স্টেশনে অন্য মন্ত্রী এবং অভ্যাগতেরা উপস্থিত থাকতে পারেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন