নয়া-যান: থানাগুলিতে এসে গিয়েছে এই গাড়ি। নিজস্ব চিত্র
থানায় থানায় পুলিশের টহলদার গাড়ির অভাব নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। প্রতিটি থানাতেই দুই ইনস্পেক্টরের জন্য বরাদ্দ দু’টি গাড়ি। যে কোনও কাজে সেগুলিই একমাত্র ভরসা। লালবাজার সূত্রের খবর, এই সমস্যা মেটাতে এ বার প্রতিটি থানার জন্য এসেছে নতুন গাড়ি।
যা নিয়ে অফিসারেরা অলিগলিতে টহল দিচ্ছেন। সহজেই কোথাও পৌঁছে যাচ্ছেন অপরাধীকে ধরতে। এত দিন যে কাজ করতে হতো ভাড়া করা গাড়ি নিয়ে।
পুলিশকর্মীদের বক্তব্য, ওই গাড়ি আসায় কোনও ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থাও নেওয়া যাচ্ছে। বেশি করে উপকৃত হচ্ছে সংযোজিত এলাকার থানাগুলি। এক পুলিশ অফিসারের কথায়, ‘‘রিজেন্ট পার্ক, বাঁশদ্রোণী কিংবা সরশুনার মতো এলাকায় ছোট গাড়ি ছাড়া চলা মুশকিল। ফলে নজরদারির জন্য আগে মোটরবাইক বাহিনীর উপরেই ভরসা করতে হতো। এখন নতুন ওই গাড়িতে অফিসারেরাও টহল দিচ্ছেন।’’
পুলিশ সূত্রের খবর, গত দু’সপ্তাহে ৬৯টি থানার হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ওই সাদা-নীল গাড়ি। গায়ে থানার নাম লেখা। সঙ্গে ফোন নম্বর। এত দিন প্রতিটি থানার জন্য বরাদ্দ ছিল ওসি ও অতিরিক্ত ওসি-র দু’টি গাড়ি। সঙ্গে একটি বড় ভ্যান, যাতে বন্দিদের আদালতে আনা-নেওয়া থেকে ঘটনাস্থলে পৌঁছনো— সবই করা হতো। লালবাজারের কর্তাদের মতে, গাড়িতে থানার নাম-ফোন নম্বর থাকায় সাধারণ মানুষের সুবিধা হবে।
লালবাজার সূত্রে খবর, বিভিন্ন সময়ে অতিরিক্ত ওসি-দের ডিউটির জন্য থানা এলাকার বাইরে থাকতে হয়। আবার ওসি-র গাড়ি নিয়েও থানার অফিসারদের পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তাই প্রতিটি থানার তরফেই অতিরিক্ত গাড়ির চাহিদা ছিল।