Nimtala

শ্মশানে দাহ করতে এসে বানের তোড়ে ভেসে গেলেন ৯, মৃত এক

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। সৎকারের শেষে গঙ্গার পাড়ে তখন কেউ দাঁড়়িয়েছিলেন, কেউ বা বসে। আচমকা কয়েক ফুট উঁচু হয়ে বান আসায় নিজেদের সামলাতে পারেননি তারা। জলের তোড়ে ভেসে যান সকলেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৯
Share:

ভরা কোটাল থাকায় গঙ্গায় বানে জলের তোড় বেশি ছিল।— ফাইল চিত্র।

শ্মশানে সৎকার করতে এসে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন ন’জন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের মধ্যে আট জনকে উদ্ধার করে। কিন্তু, এখনও খোঁজ মেলেনি এক মহিলার। উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। সৎকারের শেষে গঙ্গার পাড়ে তখন কেউ দাঁড়়িয়েছিলেন, কেউ বা বসে। আচমকা কয়েক ফুট উঁচু হয়ে বান আসায় নিজেদের সামলাতে পারেননি তারা। জলের তোড়ে ভেসে যান সকলেই। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশ ডুবুরি নামায়। রাতভর চলে তল্লাশি। আট জনকে উদ্ধার করা গেলে, এক বয়স্ক মহিলার খোঁজ পাওয়া যায়নি। নাম মিতালি চৌধুরি (৫৮)। বাকিদের উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। সেখানে প্রসেনজিৎ মজুমদার (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন এক যুবতী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গঙ্গায় বানে ভেসে যাওয়াদের মধ্যে ছিল ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা। ভরা কোটাল থাকায় গঙ্গায় বানে জলের তোড় বেশি ছিল। বহু দিন এমন গতিতে গঙ্গায় বান আসতে দেখেননি বলে দাবি করেছেন স্থানীয়রা।

Advertisement

বানের জলের তোড়ে ভেঙে যায় রেলিংও। নিজস্ব চিত্র।

নিমতলা ঘাট বরাবর লোহার রেলিং ছিল। তাদের মধ্যে কয়েক জন রেলিংয়ের ভিতরেও ছিলেন। কিন্তু জলের তোড়ে সেই রেলিংও ভেঙে যায়। আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় বিপদ এড়ানো গিয়েছে।

আরও পড়ুন: আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে ভারতীয় বায়ুসেনার ‘উইংম্যান’ ড্রোন

আরও পড়ুন: ভূতেরা কোথায়! কুলুপ এঁটেছেন ‘ঘনিষ্ঠেরা’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন