রবিবেলায় যান-যন্ত্রণা বাড়ায়নি ব্রিগেড সমাবেশ

হাওড়া এবং শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বাম কর্মী-সমর্থকেদের বিশাল মিছিল এ দিন ব্রিগেডমুখী হলেও দুপুরের কয়েক ঘণ্টা ছাড়া বিশেষ সমস্যা পড়েনি যান চলাচলে। উত্তর ও মধ্য কলকাতার রাস্তার চিত্র অন্যান্য রবিবারের মতোই ছিল বাকি দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৯
Share:

শিয়ালদহ চত্বরে গাড়ির ভিড়। রবিবার। ছবি: বিশ্বনাথ বণিক

বামেদের ব্রিগেড সমাবেশে হাওড়া এবং শিয়ালদহের মতো রেলস্টেশনে ঘণ্টা কয়েকের জন্য ভিড় উপচে পড়লেও রবিবার বেসরকারি বাস-মিনিবাস বা অ্যাপ-ক্যাব চলাচলে সে ভাবে প্রভাব পড়েনি।

Advertisement

হাওড়া এবং শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বাম কর্মী-সমর্থকেদের বিশাল মিছিল এ দিন ব্রিগেডমুখী হলেও দুপুরের কয়েক ঘণ্টা ছাড়া বিশেষ সমস্যা পড়েনি যান চলাচলে। উত্তর ও মধ্য কলকাতার রাস্তার চিত্র অন্যান্য রবিবারের মতোই ছিল বাকি দিন। বরং দুপুরের পর থেকে ই এম বাইপাসে বিভিন্ন রুটের সরকারি বাসে বইমেলামুখী যাত্রীদের ভিড় চোখে পড়েছে। তার জন্য হিসেবে অবশ্য বারবার উঠে এসেছে বইমেলায় যাওয়া মানুষের কথাই।

রেল সূত্রের খবর, সমাবেশের জেরে হওয়া অতিরিক্ত যাত্রীদের কথা ভেবে এ দিন হাওড়া থেকে কর্ড ও মেন লাইনে বিকেল ৪টে পর্যন্ত কাজের দিনের হারেই ট্রেন চলেছে। শিয়ালদহ মেন এবং দক্ষিণ শাখাতেও বিকেল ৪টে পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানো হয়েছে। তবে সাঁতরাগাছিতে ফুট ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের সংখ্যা কিছুটা কম ছিল।

Advertisement

রাস্তাঘাটে মিছিলের ভিড়ের আশঙ্কায় এ দিন সকাল থেকেই বাস এবং মেট্রো এড়িয়ে গিয়েছেন যাত্রীদের একাংশ। ফলে মেট্রো সূত্রের খবর, দুপুর পর্যন্ত এ দিন মেট্রো কার্যত ফাঁকাই ছিল। তবে দুপুরের পরে দমদম-সহ উত্তর কলকাতার বেশ কয়েকটি মেট্রো স্টেশনে ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি স্টেশনে বাড়তি বুকিং কাউন্টার খুলতে হয়। সন্ধ্যার দিকে এসপ্লানেড, পার্ক স্ট্রিট, ময়দান এবং রবীন্দ্রসদনের মতো কয়েকটি স্টেশন থেকে নিউ গড়িয়া এবং দমদম, উভয় দিকের মেট্রোতেই যাত্রীদের ভিড় উপচে পড়ে। তবে ভিড়ের চাপে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনও খবর এ দিন মেলেনি।

দুপুরের দিকে অ্যাপ-ক্যাব পরিষেবা নিয়ে সাময়িক সমস্যা হলেও বিকেলের পরে তা ফের স্বাভাবিক হয়ে যায় বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন