অনলাইন শংসাপত্র দমকলে

দমকল দফতর জানিয়েছে, এত দিন অগ্নি-সুরক্ষা শংসাপত্র পেতে হলে প্রথমে লিখিত আবেদন জানাতে হতো। তার সঙ্গে জমা দিতে হতো মঞ্জুর করা নকশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০২:০৫
Share:

দমকলের কাছ থেকে অগ্নি-সুরক্ষা শংসাপত্র (ফায়ার সেফটি সার্টিফিকেট) নেওয়ার ক্ষেত্রে হয়রানির দিন শেষ হচ্ছে।

Advertisement

কোনও ব্যবসায়ী বা কোনও সংস্থার তরফে অগ্নি-সুরক্ষা শংসাপত্র নিতে হলে আজ, সোমবার থেকে অনলাইনে আবেদন করা যাবে। দমকল সূত্রের দাবি, সব তথ্য ঠিক থাকলে ৪৫ দিনের মধ্যে শংসাপত্র হাতে পাবেন আবেদনকারীরা।

দমকল দফতর জানিয়েছে, এত দিন অগ্নি-সুরক্ষা শংসাপত্র পেতে হলে প্রথমে লিখিত আবেদন জানাতে হতো। তার সঙ্গে জমা দিতে হতো মঞ্জুর করা নকশা। তার পরে, যে এলাকায় শংসাপত্র চাওয়া হচ্ছে, সেই এলাকার দমকলের অফিসারেরা গিয়ে সংশ্লিষ্ট সংস্থার কাগজপত্র পরীক্ষা করে সন্তুষ্ট হলে তবেই লাইসেন্স দেওয়া হতো।

Advertisement

অভিযোগ, ওই শংসাপত্র পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হতো আবেদনকারীকে। অনেক ক্ষেত্রে মোটা টাকা দিয়ে শংসাপত্র কিনতে হতো বলেও অভিযোগ। ৬০ দিনে শংসাপত্র দেওয়ার কথা থাকলেও, কোনও কোনও অফিসার আবেদনকারীকে মাসের পর মাস ঘোরাতেন বলেও বিস্তর অভিযোগ জমা পড়েছে দমকলের সদর দফতরে। কোথাও কোথাও শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে অসাধু চক্রও গড়ে উঠেছিল বলে অভিযোগ।

এই সব কিছুর অবসানেই অনলাইনে শংসাপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দমকল দফতরের এক শীর্ষকর্তা। তিনি জানান, নতুন ব্যবস্থা সম্পর্কে রাজ্যের প্রতিটি দমকল কেন্দ্রের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজ্যের ফায়ার সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বলেন, ‘‘অনেক দিন আগেই অনলাইনে শংসাপত্র দেওয়ার প্রস্তাব ছিল। এত দিনে তা কার্যকর হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement