জামাইয়ের হাতেই খুন কসবার প্রৌঢ়া

পুলিশ আগেই অনুমান করেছিল কসবার প্রৌঢ়া কমলা রাজবংশীকে খুনে পরিচিত কেউ জড়িত রয়েছে। তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। তদন্তে নেমে শনিবার রাতে পিকনিক গার্ডেন থেকে নিয়াজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ১৪:৫৬
Share:

পুলিশ আগেই অনুমান করেছিল কসবার প্রৌঢ়া কমলা রাজবংশীকে খুনে পরিচিত কেউ জড়িত রয়েছে। তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। তদন্তে নেমে শনিবার রাতে পিকনিক গার্ডেন থেকে নিয়াজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে ওই প্রৌঢ়াকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে খুন করেন তাঁর বড় জামাই। নিয়াজকে ধরতে পারলেও বড় জামাই সুনীল সিংহ চৌহান পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সম্পত্তির লোভেই প্রৌঢ়াকে খুন করা হয়েছে। গত ৫ জানুয়ারি নিজের বাড়িতে খুন হন কমলা রাজবংশী। তাঁর সঙ্গে ওই বাড়িতেই থাকত ন’বছরের নাতনি সোহা খান। ঘটনার দিন সে কোচিং ক্লাসে গিয়েছিল। বাড়ি ফিরে দরজা ভেজানো দেখে দিদাকে ডাকতে থাকে। সাড়া না পেয়ে রান্নাঘরে যেতেই দিদাকে মেঝেয় মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে। তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কিছু তথ্য উঠে আসে। চেনা মানুষই এই খুন করে থাকতে পারে বলে পুলিশ অনুমান করে। সেই ভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যায়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে নিয়াজ। তাঁকে জেরা করে সুনীল সিংহ চৌহানের নাম উঠে আসে।

আরও পড়ুন...

Advertisement

প্রৌঢ়া খুনে জড়িত চেনা কেউ, সন্দেহ পুলিশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement