girl

৯ বছরের বালিকাকে যৌন নিগ্রহ করলেন ৮০ বছরের বৃদ্ধ!

মেয়ের ইঙ্গিতে বিষয়টি বুঝতে কিছুমাত্র অসুবিধা হয় না মায়ের। এর পরই বাঁশদ্রোণী থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আশি বছরের বৃদ্ধকে। তাঁর নাম বিশু ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৫:৩২
Share:

পাশের বাড়ির দাদু ডাকলেই ছুট্টে চলে যেত খুদেটা। প্রায়শই দাদুর সঙ্গে অনেক গল্প করতে দেখা যেত তাকে। দাদুর সঙ্গে খুঁনসুটিও করত ন’বছরের শিশুটি।

Advertisement

অন্য পাঁচ দিনের মতো শুক্রবারও পাশের বাড়ির সেই দাদুর কাছে মেয়ের যাওয়া নিয়ে তাই কোনও কিছুই মনে হয়নি বাবা-মায়ের। কিন্তু, বাড়ি ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখে সন্দেহ হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ করায় ৯ বছরের ওই শিশুকন্যা জানায়, ওই দাদু তার যৌনাঙ্গে হাত দিয়েছে

মেয়ের ইঙ্গিতে বিষয়টি বুঝতে কিছুমাত্র অসুবিধা হয় না মায়ের। এর পরই বাঁশদ্রোণী থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আশি বছরের বৃদ্ধকে। তাঁর নাম বিশু ভট্টাচার্য।

Advertisement

আরও পড়ুন: বোনের শ্লীলতাহানী, প্রতিবাদ করে প্রহৃত দাদা-বৌদি

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। পুলিশ জানিয়েছে, বাঁশদ্রোণীর জনতা কলোনি এলাকার বাসিন্দা ওই শিশুটির পরিবার। তার বাড়ির পাশেই থাকতেন ওই অভিযুক্ত বৃদ্ধ।

আরও পড়ুন: ফোঁটা দিতে আসা বোনকে টেনে নিয়ে যাচ্ছিল জঙ্গলে, দাদাকে ফেলে মার মত্ত যুবকদের

শিশুটির পরিবারের অভিযোগ, প্রায়ই শিশুটিকে লজেন্স-মিষ্টি দেওয়ার নামে ডাকতেন বৃদ্ধ। কিন্তু, তিনি যে মেয়ের সঙ্গে এমন ব্যবহার করবেন তা ভাবতেই পারেননি তারা।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement