ফ্ল্যাটবাড়ির নীচে উদ্ধার বৃদ্ধার দেহ

একটি ফ্ল্যাটবাড়ির নীচ থেকে মিলল এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। শনিবার ব্যাঁটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোডের ঘটনা। মৃতার নাম রঞ্জুরানি দত্ত (৬৪)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

একটি ফ্ল্যাটবাড়ির নীচ থেকে মিলল এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। শনিবার ব্যাঁটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোডের ঘটনা। মৃতার নাম রঞ্জুরানি দত্ত (৬৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু পরে তাঁর দেহ বাড়ির পিছনে রাস্তায় পাওয়া যায়। মাথায় গভীর ক্ষতচিহ্ন থাকায় এটি খুন না আত্মহত্যা রাত পর্যন্ত তা তদন্তকারীদের কাছে পরিষ্কার হয়নি। একটি অস্বাভাবিক মুত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি পাঁচ তলা ফ্ল্যাটের তিন তলায় স্বামী, ছেলে, বৌমা ও নাতি-সহ থাকতেন রঞ্জুরানিদেবী। এ দিন সকাল ৬টা নাগাদ তাঁকে রাস্তায় ওই ভাবে পড়ে থাকতে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা চিৎকার শুরু করেন। এর পরেই রঞ্জুরানিদেবীর ছেলে ও বৌমা নেমে আসেন। মৃতার ছেলে সুজিত দত্ত বলেন, ‘‘নেমে দেখি মা রক্তাক্ত অবস্থায় ফ্ল্যাটের নিচে পড়ে রয়েছেন। কী ভাবে এমন হল বুঝতে পারছি না। মাকে কেউ খুন করবে এমন নয়। সংসারেও এমন অশান্তি হয় না যে মা আত্মঘাতী হবেন।’’

পুলিশ জানায়, যে জায়গায় দেহটি পড়ে ছিল সে দিকে কেউ খুব একটা যাতায়াত করেন না। সেখানে ওই মহিলা কেন গেলেন তাও পরিষ্কার নয়। তদন্তকারীরা জানান, প্রাথমিক ভাবে মৃতদেহের আঘাত দেখে মনে হয় না যে তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। কারণ উপর থেকে পড়লে দেহের অন্য যে সব জায়গায় আঘাত লাগার কথা তা এ ক্ষেত্রে লাগেনি। শুধু মাথায় গভীর ক্ষত রয়েছে। তবে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement