পুলিশকে ধাক্কা মেরে ধৃত এক

হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য আটক করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালানোর অভিযোগে গ্রেফতার এক যুবক। রবিবার রাত ৮টা নাগাদ প্রিন্স আনোয়ার সাহ রোডে কর্তব্যরত ছিলেন যাদবপুর ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার-ইন চার্জ সুরজিত্ পাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০৩:১৬
Share:

হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য আটক করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালানোর অভিযোগে গ্রেফতার এক যুবক।

Advertisement

রবিবার রাত ৮টা নাগাদ প্রিন্স আনোয়ার সাহ রোডে কর্তব্যরত ছিলেন যাদবপুর ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার-ইন চার্জ সুরজিত্ পাল। সে সময় একটি বাইককে আটক করেন তিনি। পুলিশ সূত্রের খবর, ওই বাইকের চালক এবং আরোহীর হেলমেট ছিল না। পুলিশ আটক করায় প্রথমে কথা কাটাকাটি শুরু হয় দু’পক্ষের মধ্যে। পুলিশ কোন ‘সাহসে’ তাদের আটক করেছে এই কথা তুলে পুলিশকেই ধাক্কা মেরে বেরিয়ে যেতে নির্দেশ দেন বাইক চালককে। কথা মতোই বাইক চালিয়ে সুরজিত্ পাল সহ আরও এক পুলিশকর্মীকে ধাক্কা মেরে ফেলে চম্পট দেয় ওই চালক। ঘটনাস্থল থেকেই পুলিশ গ্রেফতার করে খড়দার বাসিন্দা দেবজ্যোতি মিত্র (৩২) নামের ওই বাইক আরোহীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন