৫ কোটি না দিলে বোমা মেরে ক্নাব ওড়ানোর হুমকি, ধৃত যুবক

ইএম বাইপাসের ধারে একটি ক্লাবকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার হল এক যুবক। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নৈহাটির বিজয়নগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শিবশঙ্কর সাহা। সে ওই ক্লাবের প্রাক্তন কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৬:৪৩
Share:

ইএম বাইপাসের ধারে একটি ক্লাবকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার হল এক যুবক।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নৈহাটির বিজয়নগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শিবশঙ্কর সাহা। সে ওই ক্লাবের প্রাক্তন কর্মী। বছর দেড়েক আগে ওই ক্লাব থেকে তার চাকরি চলে যায় বলে দাবি পুলিশের। তার কাছ থেকে সিম-সহ মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, গত রবিবার ওই ক্লাবের এক মালিক একটি ফোন পান। তাতে বলা হয়, পাঁচ কোটি টাকা না দেওয়া হলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ক্লাব। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রগতি ময়দান থানার পুলিশ। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়েও কিছু মেলেনি ওই ক্লাব এবং তার সংলগ্ন এলাকাতে। পুলিশ জানায়, ওই তল্লাশি চলাকালীনও অভিযোগকারীর কাছে ওই হুমকি ফোন আসতে থাকে। প্রায় ১০ বার ফোন করে টাকা দাবি করা হয় ওই মালিকের কাছে।

Advertisement

লালবাজার সূত্রের দাবি, তল্লাশিতে কিছু না মিললেও হুমকি ফোন আসতে থাকায় থানার সঙ্গে তদন্তে নামে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসারেরা। প্রাথমিক ভাবে তাঁরা জানতে পারেন উত্তর ২৪ পরগনার নৈহাটির বিভিন্ন এলাকা থেকে ওই ফোন করা হয়েছে। পরে মোবাইল ফোনের সূত্র ধরেই মঙ্গলবার শিবশঙ্করকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

কেন ওই হুমকি ফোন করা হচ্ছিল?

পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, সে ক্লাবের একটি শাখায় কাজ করত। বছর দেড়েক আগে অভব্য আচরণের জন্য তাকে চাকরি থেকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। তার বদলা নিতেই সে ওই হুমকি ফোন করে টাকা আদায় করতে চেয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন