ঢাকুরিয়ায় কেপমারিতে গ্রেফতার ১

লালবাজার সূত্রে জানা গিয়েছে খবর, ধৃতের নাম শ্যাম নায়ার (৬৫)। সোমবার রাতে হুগলির ব্যান্ডেল থেকে তাকে ধরে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০১:৫৩
Share:

দু’জনেই ষাটোর্দ্ধ। শহরের একাধিক কেপমারির ঘটনায় তারাই জড়িত। ঢাকুরিয়ার একটি ব্যাঙ্কে মাস তিনেক আগের একটি কেপমারির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতারের পরে তেমনটাই দাবি পুলিশের। লালবাজার সূত্রে জানা গিয়েছে খবর, ধৃতের নাম শ্যাম নায়ার (৬৫)। সোমবার রাতে হুগলির ব্যান্ডেল থেকে তাকে ধরে পুলিশ।

Advertisement

মার্চ মাসে ঢাকুরিয়ার একটি ব্যাঙ্কের প্রবেশপথের সামনে ১৫ লক্ষ টাকা ভর্তি টিনের বাক্স নিয়ে বসেছিলেন এক মহিলা কর্মী। তাঁর এক সহকর্মী গাড়ি ডাকতে গিয়েছিলেন। সেই সময়েই এক ব্যক্তি এসে ওই মহিলাকে বলে যে তাঁর চেয়ারের পিছনে কিছু টাকা পড়ে রয়েছে। তার আগেই অবশ্য কেপমারেরা ওই চেয়ারের পাশে টাকা ছড়িয়ে রেখেছিল। ওই মহিলা টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়তেই কেপমারেরা বাক্সটি নিয়ে অটোয় চেপে গড়িয়ার দিকে চম্পট দেয়। ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছিল ওই কেপমারদের।

এই ঘটনার কিছু দিন আগেই শ্যামপুকুর থানা এলাকার একটি ব্যাঙ্কের সামনে এক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিল কেপমারেরা। সেই ঘটনার তদন্তে নেমে ব্যান্ডেলের বাসিন্দা বেণুগোপাল মুদালিয়াকে (৬২) গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনাতে তার সহকারী ছিল শ্যাম।
কিন্তু তখন সে ধরা পড়েনি। ঢাকুরিয়ার ঘটনার পরে সিসিটিভির ছবি নিয়ে বেণুগোপালকে দেখানো হয়। এর পরে বিভিন্ন সূত্র মিলিয়ে শ্যামকে পাকড়াও করা হয়। তার থেকে টিনের বাক্স-সহ মোট সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement