সুভাষ সরোবরে খুন, গ্রেফতার আরও এক

পুলিশ সূত্রের খবর, গত ৩০ জুন সুভাষ সরোবরের কাছে আশিস সর্দার (৩০) নামে এক যুবককে গুলি করা হয়। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত নিরাপত্তারক্ষী পুলিশে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০৩:০৩
Share:

প্রতীকী ছবি।

বেলেঘাটার সুভাষ সরোবরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম। তার বাড়ি প্রগতি ময়দান থানা এলাকায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল মঙ্গলবার বিকেলে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওয়াসিমের খোঁজ পান তদন্তকারীরা। ধৃতের থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ৩০ জুন সুভাষ সরোবরের কাছে আশিস সর্দার (৩০) নামে এক যুবককে গুলি করা হয়। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত নিরাপত্তারক্ষী পুলিশে খবর দেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আশিসকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের মেরুদণ্ডে গুলি পাওয়া গিয়েছিল। গলাতেও ছিল গুলির ক্ষত।

তদন্তকারীরা জানতে পারেন, আশিসের তিন বন্ধু ৩০ জুন দুপুরে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। তদন্তে নেমে আশিসের ওই তিন বন্ধুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, প্রেমঘটিত কারণে আশিসকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ জেনেছে, আশিসের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। পরে অভিজিৎও ওই মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায়। সম্ভবত সম্পর্কের টানাপড়েনের জন্যই আশিসকে খুনের ছক কষে অভিজিতেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement