‘খুনের চেষ্টা’, ধৃত

খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পর্ণশ্রী থানার পুলিশ। শুক্রবার রাতে, বেচারাম চ্যাটার্জি রোড থেকে। ধৃতের নাম সুব্রত দেবনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ অভিযুক্ত সুব্রত বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা সন্তু মণ্ডল নামে এক যুবকের উপরে চড়াও হয়। সুব্রতর হাতে ছিল ধারাল ছুরি। এর ফলে সন্তুর ডান হাতে গুরুতর আঘাত লাগে। অভিযোগ পেয়ে পুলিশ সুব্রতকে গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০০:৫৬
Share:

খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পর্ণশ্রী থানার পুলিশ। শুক্রবার রাতে, বেচারাম চ্যাটার্জি রোড থেকে। ধৃতের নাম সুব্রত দেবনাথ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ অভিযুক্ত সুব্রত বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা সন্তু মণ্ডল নামে এক যুবকের উপরে চড়াও হয়। সুব্রতর হাতে ছিল ধারাল ছুরি। এর ফলে সন্তুর ডান হাতে গুরুতর আঘাত লাগে। অভিযোগ পেয়ে পুলিশ সুব্রতকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুব্রত এবং সন্তুর মধ্যে পুরনো কোনও বিবাদ ছিল। তার জেরেই এই ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement