ভুয়ো লটারির টিকিট বিক্রি চক্রে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। মঙ্গলবার, নবদ্বীপ থেকে। ধৃতের নাম অরুণ কর্মকার। এই ঘটনায় আগেই ধরা পড়েছিল চক্রের চাঁই বিশু রায়। পুলিশ জানায়, ভুয়ো লটারির টিকিট ছাপানোর কারখানাও আছে নবদ্বীপে। বুধবার বিশু ও অরুণকে আলিপুর আদালতে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।