চাকার হাওয়া খুলে ‘শাস্তি’ চালকদের

আন্দুল স্টেশন রোড-নিউ টাউন রুটের এক বাসচালক রাজু রায় বলেন, ‘‘বুধবার বাস না চালানোয় এলাকার তৃণমূল নেতারা এসে হুমকি দিয়েছিলেন, গাড়ি না চালালে রুট তুলে দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:০০
Share:

অচল: এই বাসগুলির চাকার হাওয়া খুলে নেওয়া হয়। বৃহস্পতিবার, হাওড়ায়। নিজস্ব চিত্র

বিজেপির ডাকা বাংলা বন্‌ধে গাড়ি না চালানোর ‘অপরাধে’ হাওড়ার আন্দুল স্টেশন রোড-নিউ টাউন রুটের ২০টি বাসের চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি, হামলাকারীরা সকলেই শাসক দলের সমর্থক। অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ওই যুবকেরা তৃণমূলের ঝান্ডা নিয়ে এসে পুলিশের সামনেই সব বাসের চাকার হাওয়া খুলে দেয়। যার জেরে বন্ধ হয়ে যায় ওই রুটের বাস চলাচল। যদিও চাকার হাওয়া খোলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক শীতল সর্দার। তাঁর বক্তব্য, দলের কেউ এ কাজে জড়িত নয়।
প্রসঙ্গত, বন্‌ধের দিন রাস্তায় গাড়ি নামিয়ে জনজীবন সচল রাখার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। আশ্বাস দেওয়া হয়েছিল, বাসের ক্ষতি হলে ক্ষতিপূরণ
পাওয়া যাবে। কিন্তু সেই আশ্বাস সত্ত্বেও আন্দুল স্টেশন রোড বাসস্ট্যান্ডের নিউ টাউন রুটের একাধিক বাসমালিক গোলমালের আশঙ্কায় বুধবার গাড়ি নামাননি। বাসচালকদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টা রুট চালু থাকার পরে সকাল ১০টা নাগাদ তৃণমূলের ঝান্ডা
নিয়ে একদল যুবক এসে তাঁদের উপরে চড়াও হয়। তাঁদের জোর করে গাড়ি থেকে নামিয়ে হুমকি দেওয়া হয়, বাস চালালে আগুন ধরিয়ে দেওয়া হবে। বন‌্‌ধের দিন বাস না চালানোর এটাই শাস্তি।
আন্দুল স্টেশন রোড-নিউ টাউন রুটের এক বাসচালক রাজু রায় বলেন, ‘‘বুধবার বাস না চালানোয় এলাকার তৃণমূল নেতারা এসে হুমকি দিয়েছিলেন, গাড়ি না চালালে রুট তুলে দেব। এ দিন ওই নেতাদের নির্দেশেই বাসের চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে।’’ বাসচালকেরা আরও অভিযোগ করেছেন, বুধবার থেকে ওই বাসস্ট্যান্ডে উত্তেজনা থাকায় এ দিনও পুলিশ মোতায়েন ছিল। কিন্তু, পুলিশের সামনে চাকার হাওয়া খোলা হলেও তারা ছিল দর্শক।
পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। হাওড়া গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, ‘‘ঘটনার সময়ে কোনও পুলিশ ভ্যান ছিল না। উত্তেজনা ছড়ানোর পরে খবর পেয়ে পুলিশ যায়। কিন্তু তার আগেই চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। কারা এই কাজ করল, আমরা খোঁজ করছি।’’
তবে তাঁদের দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক শীতলবাবু। তিনি বলেন, ‘‘বুধবারের বন্‌ধে যাতে এই রুটের বাস চলে, তার জন্য আমি নিজে সচেষ্ট হয়েছিলাম। কিন্তু কেউ বাস চালাননি। এ দিন কে বা কারা বাস বন্ধ করেছে জানি না। আমাদের কেউ এমন কাজ করবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন