Bengali News

নিয়ম ভেঙে উড়ালপুলে অটো! দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু

সঞ্জীব ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, ‘আমরা তিনজন বেঙ্গল কেমিক্যাল থেকে অটোতে উঠেছিলাম লেকটাউন যাবো বলে। হঠাৎ উড়ালপুলের ওপর অটো রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ২০:৫৪
Share:

দুর্ঘটনাগ্রস্ত অটো (বাঁ দিকে)। দুর্ঘটনার পর উড়ালপুলের উপরে পড়ে রয়েছেন এক যাত্রী (চিহ্নিত)। —নিজস্ব চিত্র

নিয়ম ভেঙে উড়ালপুলে উঠে দুর্ঘটনায় পড়ল অটো। প্রাণ হারালেন এক যাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সঙ্গে ভিআইপি রোডে সংযোগকারী উল্টোডাঙা উড়ালপুলে।

Advertisement

বেলা আড়াইটে নাগাদ বাইপাসের দিক থেকে আসা একটি অটো হঠাৎই উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। অটোতে ছিলেন তিন জন যাত্রী। অটো উল্টে যেতেই রাস্তায় ছিটকে পড়েন সবাই। যাত্রীদের মধ্যে একজন স্বপন বসু(৫৩) গুরুতর আঘাত পান। মানিকতলার বাসিন্দা স্বপনের মাথায় আঘাত লাগে। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত মত্ত অবস্থায় ছিলেন। আহত হন অন্য দুই যাত্রী সঞ্জীপ ঝাঁ এবং দিনেশ ঠাকুর।

সঞ্জীব ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, ‘আমরা তিনজন বেঙ্গল কেমিক্যাল থেকে অটোতে উঠেছিলাম লেকটাউন যাবো বলে। হঠাৎ উড়ালপুলের ওপর অটো রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়।”

Advertisement

অভিযোগ দুর্ঘটনার পরেই পালিয়ে যায় অটো চালক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রীদের মত চালকও মত্ত ছিল। বিধাননগর সিটি পুলিশের ডিসি(সদর) অমিত পি জাভালগি জানিয়েছেন, “ ওই উড়ালপুলে অটো ওঠাই নিষিদ্ধ।”

আরও পড়ুন: শব্দতাণ্ডবের নথিপ্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন পরিবেশকর্মীরা

পুজোয় মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যের!

আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, অটোটি কী ভাবে দিন দুপুরে পুলিশের নজর এড়িয়ে উড়াপুলে উঠে পড়ল। অটোটি ইএম বাইপাসের দিক থেকে উড়ালপুলে ওঠে। বাইপাস থেকে উড়ালপুল পর্যন্ত রাস্তার সামলায় কলকাতা ট্রাফিক পুলিশ। উড়ালপুলে ওঠার আগে রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তারপরও কী ভাবে ওই অটো উঠল সেই নিয়ে মুখ খোলেননি কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন