অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, নাকাল যাত্রীরা

ফের মেট্রো বিভ্রাট। বুধবার সকালে অফিস টাইমে আধ ঘণ্টারও বেশি সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, এ দিন সকালে গীতাঞ্জলি স্টেশনে একটি এসি রেক হঠাৎ খারাপ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ১০:৫৭
Share:

—নিজস্ব চিত্র।

ফের মেট্রো বিভ্রাট। বুধবার সকালে অফিস টাইমে আধ ঘণ্টারও বেশি সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা।

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, এ দিন সকালে গীতাঞ্জলি স্টেশনে একটি এসি রেক হঠাৎ খারাপ হয়ে যায়। ফলে সকাল ৮টা ৫০ মিনিট থেকে ৯ টা ২৪ পর্যন্ত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকে। অফিস টাইমে শহরের অন্যতম পরিবহণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। স্টেশন চত্বরগুলি মুহূর্তের মধ্যেই ভিড়ে ভরে যায়।

এর পরে প্রায় সকাল ৯টা ২৪ মিনিটে মেট্রো কর্তৃপক্ষ কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ঘোষণা করেন। অতিরিক্ত ভিড়ের কারণে প্রথম দু’-একটি মেট্রোয় উঠতে পারেননি অনেকেই। সাময়িক এই বিরতির পর মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement