ট্রেন বন্ধ, ভোগান্তি চরমে

শুক্রবার বেলা ১২টা নাগাদ বৃষ্টি শুরু হয়। চলে সওয়া ১টা পর্যন্ত। কিন্তু নিকাশি ব্যবস্থা ত্রুটিপূর্ণ থাকায় শিয়ালদহ স্টেশনের লাইনে জল দাঁড়িয়ে যায়। এক সময়ে দেখা যায়, লাইনগুলিতে প্রায় তিন ফুটেরও বেশি জল। দফারফা ট্রেন চলাচলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০১:১০
Share:

মাত্র সওয়া ঘণ্টার বৃষ্টি। তাতেই শিয়ালদহ স্টেশনে ট্রেন চলাচল ব্যবস্থা কার্যত ভেঙে পড়ল!

Advertisement

শুক্রবার বেলা ১২টা নাগাদ বৃষ্টি শুরু হয়। চলে সওয়া ১টা পর্যন্ত। কিন্তু নিকাশি ব্যবস্থা ত্রুটিপূর্ণ থাকায় শিয়ালদহ স্টেশনের লাইনে জল দাঁড়িয়ে যায়। এক সময়ে দেখা যায়, লাইনগুলিতে প্রায় তিন ফুটেরও বেশি জল। দফারফা ট্রেন চলাচলের।

শিয়ালদহ উত্তর ও দক্ষিণ, দু’দিকেই ছবিটা ছিল এক। যে ট্রেনগুলি শিয়ালদহে ঢুকেছে, সেগুলি ছাড়তে দীর্ঘক্ষণ দেরি হয়। ফলে পরপর লাইন পড়ে যায় ট্রেনের। এই বিপত্তির জের চলে সন্ধ্যা পর্যন্ত। অবস্থা এতটাই খারাপ হয় যে শিয়ালদহ জিআরপি থানাতেও জল ঢুকে যায়। পূর্ব রেল সূত্রের খবর, লাইনে জল উঠে যাওয়ায় ২০ জোড়া লোকাল ট্রেন গড়ে ২০-৩০ মিনিট করে দেরিতে চলেছে।

Advertisement

সামান্য বৃষ্টিতেই এত দিন জল জমত হাওড়া কারশেড এলাকাতেও। তাই এ বার বর্ষার আগে পূর্ব রেল ও হাওড়া পুরসভার উদ্যোগে রেলের মূল নিকাশি নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। রেলের দাবি, সে জন্যই এ বার কারশেডে জল জমেনি। তবে প্রবল বৃষ্টিতে ওভারহেড তার ছিঁড়ে যায় গুসকরা স্টেশনে। ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৪টে নাগাদ। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ারেরা পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামতি শুরু করেন। কাজ শেষ হতে সন্ধ্যা পেরিয়ে যায়। ফলে রাত পর্যন্ত হাওড়া মেন লাইনে প্রতিটি ট্রেন অনেক দেরিতে চলাচল করে। সমস্যায় পড়েন যাত্রীরা। স্টেশনেও আটকে পড়েন বহু যাত্রী।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘খবর পেয়েই মেরামতি শুরু হয়। সন্ধ্যার মধ্যেই সব ঠিক হয়ে যায়। ট্রেন চলাচল সামান্যই ব্যাহত হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন