রাস্তার ধুলো নিয়ে বিক্ষোভে স্থানীয়েরা 

স্থানীয় সূত্রে খবর, বছর দু’য়েক আগে কাজ শুরু হলেও বারাসত-টাকি রোড সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। উল্টে খোঁড়াখুড়ির কারণে রাস্তা ভরেছে খানাখন্দে। পাশাপাশি, পিচ না পড়ায় রাস্তা জুড়ে ধুলোয় নাকাল স্থানীয়েরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৫
Share:

ধুলোর দাপট। বারাসত-টাকি রোড। ফাইল চিত্র।

বারাসত-টাকি রোড সম্প্রসারণের কাজ আপাতত অনেক জায়গাতেই বন্ধ। সেখানে মাঝেমধ্যেই খোঁড়াখুঁড়ির ফলে রাস্তা ভরেছে ধুলোয়। আর গাড়ি চলাচলের কারণে সেই ধুলোয় ভরছে আশপাশের দোকান-বাড়ি। নাজেহাল দশা পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। এর প্রতিবাদে বুধবার পথে নামলেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। এ দিন দেগঙ্গায় রাস্তার উপরে বেঞ্চ ও বাঁশ ফেলে অবরোধ করেন তাঁরা। এর জেরে তীব্র যানজট লেগে যায়। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে অবরোধ তোলে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বছর দু’য়েক আগে কাজ শুরু হলেও বারাসত-টাকি রোড সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। উল্টে খোঁড়াখুড়ির কারণে রাস্তা ভরেছে খানাখন্দে। পাশাপাশি, পিচ না পড়ায় রাস্তা জুড়ে ধুলোয় নাকাল স্থানীয়েরা। জুলফিকার আলি মোল্লা নামে এক স্থানীয় বলেন, ‘‘এত ধুলো যে, চোখ-মুখ ঢেকেও চলাফেরা সম্ভব হচ্ছে না। শ্বাসকষ্ট, অ্যালার্জি দেখা দিয়েছে।’’ সাইকেল-মোটরবাইক চালানোর সময়ে ধুলোয় দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এ দিন দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলে। জেলা প্রশাসন সূত্রে অবশ্য জানানো হয়েছে, ওই রাস্তার কোনও কোনও অংশে কাজ চলছে। তবে কিছু জায়গায় কাজ বন্ধ রয়েছে। যেখানে ধুলোর সমস্যা রয়েছে, সেখানে প্রতিদিন দু’বেলা রাস্তায় জল ছেটানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন