—প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে চুরি যাওয়া ছ’মাসের শিশুকে উদ্ধার করল ফুলবাান থানার পুলিশ। এই ঘটনায় একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে হাসপাতালে আসার পথে কেবি ২২ বাসে এক অজ্ঞাতপরিচয়ের মহিলার সঙ্গে আলাপ হয় শিশুটির মা মঞ্জিলা খাতুনের। পরে দু’জনেই একসঙ্গে হাসপাতালে প্রবেশ করেন। ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেলে, চিকিৎসক কয়েকটি ওষুধ লিখে দেন। সেই ওযুধ আনতে যাওয়ার আগে সদ্য পরিচয় হওয়া ওই মহিলার কাছে তাঁর ছ’মাসের শিশুপুত্রকে রেখে ওষুধ নিতে চলে যান মঞ্জিলা। এই সুযোগে শিশুপুত্রটিকে চুরি করে চম্পট দেন ওই অজ্ঞাতপরিচয়ের মহিলা।
ওষুধ নিয়ে ফিরে এসে মঞ্জিলা কোথাও তাঁর সন্তান এবং ওই মহিলাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিশুচুরির ঘটনার ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।