Photography Exhibition

আলতামিরায় আলোকচিত্র! মুহূর্ত তুলে ধরল শাটার স্কেপ

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন নিছক ছবি দেখানোর জন্য নয়। ‌ছবির মাধ্যমে ছবির নেপথ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গি তুলে ধরাই আসল উদ্দেশ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০১:২৩
Share:

—নিজস্ব চিত্র।

আলোকচিত্র শিল্পীদের কথায়, ক্যামেরা বা মোবাইলের সুইচ টিপলেই ছবি হয় না। ছবি মানে মুহূর্ত। ‌ সঠিক সময়ে ‘শাটার’-এ মুহূর্তকে বন্দি করতে পারেন আলোকচিত্রকার-রাই। শুক্র থেকে রবিবার পর্যন্ত তেমনই আলোকচিত্র নিয়ে প্রদর্শনী হয়ে গেল আলতামিরায়। তবে এই আলতামিরা স্পেনের গুহা নয়, কলকাতার লেক ভিউ রোডের আর্ট গ্যালারি। আয়োজনে ‘দ্য শাটার সার্কেল’।

ছবির মাধ্যমে ছবির নেপথ্যে চিন্তা, তার দৃষ্টিভঙ্গি তুলে ধরাই আসল উদ্দেশ্য। —নিজস্ব চিত্র।

প্রদর্শনীর নাম ‘শাটার স্কেপ: চ্যাপ্টার ১’। এই প্রদর্শনীর নির্দিষ্ট কোনও বিষয় ছিল না। থিম মূলত- রঙিন ও সাদা-কালো। তবে শর্ত একটাই ছবিকে ছবি হয়ে উঠতে হবে। প্রদর্শনীর উদ্বোধক ছিলেন দক্ষিণ পূর্ব রেলের (বিলাসপুর) আধিকারিক কৌশিক মিত্র, সংগীত শিল্পী জয়শঙ্কর, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট- এর চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান দেবাশিস সেন শর্মা।

ছবির মাধ্যমে ছবির নেপথ্যে চিন্তা, তার দৃষ্টিভঙ্গি তুলে ধরাই আসল উদ্দেশ্য। —নিজস্ব চিত্র।

আলোকচিত্রীদের এই সংগঠন আসলে একটি উন্মুক্ত মঞ্চ যেখানে পেশাদার ও অপেশাদার সকলেই নিজেদের ‘সেরা’ মেলে ধরার সুযোগ পান। একে অপরের সঙ্গে ভাগ করে নেন অভিজ্ঞতা। প্রত্যেকেই শেখেন প্রত্যেকের কাছ থেকে। এমন অনেকেই আছেন যাঁরা আলোকচিত্রে আগ্রহী হলেও নিজেদের সেই সৃজন তুলে ধরার জন্য উপযুক্ত মঞ্চ পান না। ইচ্ছে থাকলেও অভাব থেকে যায় সমমনস্ক মানুষটির সঙ্গে যোগাযোগের। সেই অভাব পূরণ করতেই উদ্যোগী হয়েছে শাটার সার্কেল। তাই সংগঠনের প্রথম প্রয়াস এই প্রদর্শনী।

তবে শুধু প্রদর্শনই নয়, সংগঠনের উদ্দেশ্য আলোকচিত্রপ্রেমীদের একত্রিত করে ফটোগ্রাফি শেখা ও শেখানো। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন নিছক ছবি দেখানোর জন্য নয়। ছবির মাধ্যমে ছবির নেপথ্যে চিন্তা, তার দৃষ্টিভঙ্গি তুলে ধরাই আসল উদ্দেশ্য।

কেমন ধরনের ছবি ছিল? প্রকৃতি, জীবন থেকে শুরু করে পথ— বাদ ছিল না কিছুই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন