হাবুডুবু মহানগরী

প্রবল বৃষ্টির জেরে বানভাসি তিলোত্তমা। কার্যত ঘরবন্দি শহরের মানুষ। উত্তর থেকে দক্ষিণ, অনেক জায়গায় জলমগ্ন রাস্তা। জায়গায় জায়গায় পড়ে রয়েছে গাছ। চলেনি অটো-রিকশাও। বিঘ্নিত হয়েছে রেল চলাচলও।

Advertisement
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১১:২৫
Share:

কারও সর্বনাশ, কারও পৌষ মাস। ছবি : সুদীপ্ত ভৌমিক।

প্রবল বৃষ্টির জেরে বানভাসি তিলোত্তমা। কার্যত ঘরবন্দি শহরের মানুষ। উত্তর থেকে দক্ষিণ, অনেক জায়গায় জলমগ্ন রাস্তা। জায়গায় জায়গায় পড়ে রয়েছে গাছ। চলেনি অটো-রিকশাও। বিঘ্নিত হয়েছে রেল চলাচলও। রাস্তায় অমিল ছিল বাস, ট্যাক্সিও। সময় মত গন্তব্যস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে যথেষ্ট। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দাবি, শহরে জল নেমে গিয়েছে, বৃহত্তর কলকাতার কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে জল জমে রয়েছে। মেয়র জানিয়েছেন, জমা জলও যাতে তাড়াতাড়ি নেমে যায় তার জন্য পুরসভা জোরকদমে কাজে নেমেছে। ২৪ ঘণ্টায় প্রায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জোয়ার থাকার কারণে খালগুলি স্বাভাবিক নিয়মে জল বের করে দিতে পারেনি। জমা জল বের করতে পাম্পগুলিকে কাজে লাগানো হয়েছে। তিনি নিজে বিষয়টি তদারকি করছেন বলে জানিয়েছেন শোভনবাবু। তবে মেয়র যাই দাবি করুন না কেন এই বৃষ্টি আরও এক বার মহানগরীর নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্তের ছবি নীচের গ্যালারিতে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন