Bidhannagar Police

বিধাননগরে পুলিশ কমিশনার বদল

ঘটনাচক্রে বিধাননগরে গত বছর থেকে একাধিক বার পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০২:০৯
Share:

প্রতীকী ছবি।

বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মুকেশ। বর্তমান পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা যাচ্ছেন আইজি, সিআইডি পদে। রাজ্য প্রশাসন সূত্রের খবর, শুক্রবার এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

Advertisement

সূত্রের খবর, ডিআইজি (মুর্শিদাবাদ) পদে ছিলেন মুকেশ। তাঁর বদলে ওই পদে পাঠানো হচ্ছে ডিআইজি, সিআইডি (অপারেশন্স) সুনীল চৌধুরীকে। এর পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয়েছে ডিআইজি (সীমান্ত), আইবি পদে।

ঘটনাচক্রে বিধাননগরে গত বছর থেকে একাধিক বার পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহের বদলে ওই পদে যোগ দেন এন রমেশ বাবু। নির্বাচনের পরে জ্ঞানবন্ত সিংহকে পুনরায় ফিরিয়ে আনা হয়। তার

Advertisement

পরেই ওই পদে প্রথমে এক জন পুলিশ কর্তার নাম প্রকাশ করা হয়। পরে নতুন বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার হিসেবে আর এক পুলিশ কর্তার নাম প্রকাশ করা হয়। আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বিধাননগরের পুলিশ কমিশনার পদে লক্ষ্মীনারায়ণ মিনাকে নিয়োগ করা হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে ওই পদে রয়েছেন তিনি।

প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি একটি মামলায় পুলিশ পর্যাপ্ত প্রমাণ পেশ করতে না পারায় এক অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত। ওই বিষয়টির সঙ্গে বদলির যোগসূত্র থাকতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও সরকারি সূত্রে এর সমর্থন মেলেনি। প্রশাসন সূত্রের খবর, এটি রুটিন বদলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন