পুজোর ভিড়ে মিশে থাকবে পুলিশ

উৎসবের মরসুমে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীরা ভিড়ে গা-ঢাকা দিয়ে থাকে। পুলিশ তাদের টিকি ছুঁতে পারে না। তাই এ বার ব্যারাকপুর কমিশনারেটের ১২০০ বারোয়ারি পুজোয় নতুন পন্থা নিতে চলেছেন পুলিশকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০১:৩৮
Share:

উৎসবের মরসুমে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীরা ভিড়ে গা-ঢাকা দিয়ে থাকে। পুলিশ তাদের টিকি ছুঁতে পারে না। তাই এ বার ব্যারাকপুর কমিশনারেটের ১২০০ বারোয়ারি পুজোয় নতুন পন্থা নিতে চলেছেন পুলিশকর্তারা। কমিশনারেট সূত্রে খবর, সাদা পোশাকে পুজোর ভিড়ে মিশে থাকবেন ৩০০ মহিলা পুলিশ। অপরাধীদের পাশাপাশি ইভটিজারদেরও নজরে রাখবেন তাঁরা। স্মার্ট ও সুন্দরী এই পুলিশ কনস্টেবল ও অফিসারদের বাছাই করেছেন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। দুর্গাপুজো থেকে কালীপুজো— এই পুলিশ কর্মীরা পথে-ঘাটে-মণ্ডপে থাকবেন। সঙ্গে ‘ব্যাক-আপ টিম’ হিসেবে থাকবেন পাঁচশো পুরুষ পুলিশ। মোবাইলে কমিশনারেটের কর্তাদের সঙ্গে যোগাযোগও রাখবেন তাঁরা। সোমবার এই বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন কমিশনার। তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করেন। ছোটদের জন্য পরিচয়পত্র ও হেল্পলাইন চালুর কথা ঘোষণা করা হয়। তন্ময়বাবু জানান, বিসর্জনেও থাকছে কড়া নজরদারি। পুলিশ কমিশনার বলেন, ‘‘উৎসবের মরসুম সুষ্ঠুভাবে কাটানোর জন্য সাদা পোশাকের পুলিশি নজরদারির উপরেই বেশি জোর দিচ্ছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন