প্রতীকী চিত্র।
শহরে রাত্রিকালীন বিধি নিয়ে সম্প্রতি কঠোর হয়েছে পুলিশ-প্রশাসন। যার ফলে গত কয়েক দিনেই বিধিভঙ্গের অভিযোগে সাত হাজার তিনশো পঁচিশ (৭৩২৫) জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। শুধু মঙ্গলবার রাত ন’টা থেকে বারোটা পর্যন্তই গাড়ি এবং বাইক নিয়ে বিধিভঙ্গের দায়ে ৯৮০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনের বেলায় এখন বিধিনিষেধ না থাকলেও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়া বিধিনিষেধ বহাল আছে। তা সত্ত্বেও শহরের বিভিন্ন প্রান্তে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যানবাহন চলার অভিযোগ উঠছিল। বেসরকারি বাস এবং অটোকেও ওই সময়ে রাস্তায় দেখা যাচ্ছিল বলে অভিযোগ।
লালবাজারের একটি অংশ জানিয়েছে, দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা তল্লাশি চললেও গভীর রাতে তা হয় না বলে অভিযোগ আসছিল। এর পরেই এক ভার্চুয়াল বৈঠকে পুলিশ কমিশনার নৈশকালীন বিধিভঙ্গকারী গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। তার পর থেকেই রাতের শহরে ওই নজরদারি বেড়েছে।
শহরের বিভিন্ন ট্র্যাফিক গার্ড তাদের এলাকায় একাধিক দল তৈরি করে রাতে নাকা তল্লাশি করছে। বিধি উপেক্ষা করে গাড়ি চালানো হলে পুলিশ প্রথমে অনুমতিপত্রের নথি দেখতে চাইছে। তা দেখাতে না পারলে অথবা যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে না পারলে সংশ্লিষ্ট গাড়ির ছবি তুলে থানায় জমা দেওয়া হচ্ছে। যা পরে আদালতে জমা পড়ছে। বিধিনিষেধ অমান্য করার কারণ দর্শাতে এর পরে সমন যাচ্ছে গাড়ির মালিকের কাছেও।
ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে অনুমতিপত্র দেখা হচ্ছে বলেই এত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। আগামী দিনে ছোট রাস্তাতেও নাকা তল্লাশি বাড়াতে বলা হয়েছে।