অকালবৃষ্টির শহরে মিছিল-অবরোধ, যানজটে ‘বন্ধু’ হল পুলিশ

একাধিক মিছিল, অবরোধ ও তার জেরে তীব্র যানজট। পরীক্ষার মরসুমে দুর্ভোগের শহরকে আরও নাস্তানাবুদ করতে যোগ হল বসন্তের অকালবৃষ্টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০০:১১
Share:

পানি-পথ: জলের ছোঁয়াচ বাঁচিয়ে দরজা অবধি পৌঁছতে এ ভাবেই কসরত। বৃহস্পতিবার, মুক্তারামবাবু স্ট্রিটে। ছবি: সুমন বল্লভ।

একাধিক মিছিল, অবরোধ ও তার জেরে তীব্র যানজট। পরীক্ষার মরসুমে দুর্ভোগের শহরকে আরও নাস্তানাবুদ করতে যোগ হল বসন্তের অকালবৃষ্টি।

Advertisement

সকাল দশটা নাগাদ পার্ক সার্কাসের যানজটে মা উড়ালপুলে আটকে ছিল পরীক্ষার্থীরা। পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের কর্মীরা তাঁদের নামিয়ে আনেন। পরে বাইকে করে স্কুলে পৌঁছে দেয় পুলিশই। এক কর্মী বলেন, ‘‘যানজটে ওঁরা সময়ে পৌঁছতে পারতেন না। তাই পৌঁছে দিই।’’

আরও পড়ুন

Advertisement

মেট্রোয় বসবে ইমার্জেন্সি দরজা

দুপুরে ধর্মতলায় একটি মিছিল-অবরোধ ছিল। পুলিশ অবরোধ তোলে। বিকেলে এসএফআই ও ডিওয়াইএফআই-এর মিছিলের পরে ফের অবরুদ্ধ হয় ধর্মতলা। অভিযোগ, মিছিলকারীদের ক্ষোভের মুখে আহত হন দশ পুলিশকর্মী। পুলিশ লাঠি চালালে প্রতিবাদে ফের অবরোধ হয় যাদবপুরে। ধর্মতলায় অবরোধ চলাকালীন বন্ধ ছিল আর আর অ্যাভিনিউ। ফলে এস এন ব্যানার্জি রোড দিয়ে আসা হাওড়ামুখী গাড়ি পাঠানো হয় বেন্টিঙ্ক স্ট্রিটে। জওহরলাল নেহরু রোড দিয়ে বাবুঘাটে যাওয়ার গাড়ি নিউ রোড অথবা বেন্টিঙ্ক স্ট্রিটে পাঠানো হয়। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে চাপ বাড়ায় যানজট হয় তীব্র। ফলে দুর্ভোগে পড়েন বহু মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন