Santi Das Basak

রাজভবনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের স্বামী নিখোঁজ! অভিযোগ দায়ের থানায়, সঙ্গে নিজের পোস্টও

পুলিশ মহলে পরিচিতি রয়েছে শান্তির। এক সময়ে দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। বর্তমানে তিনি রাজভবনে নিযুক্ত। বৃহস্পতিবার থেকে তাঁর স্বামীর খোঁজ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১২:২৫
Share:

(বাঁ দিকে) স্বামী নিখোঁজ হওয়ার পর তাঁর পোস্ট। রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসার শান্তি দাস বসাক (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসার শান্তি দাস বসাকের স্বামী নিখোঁজ। বৃহস্পতিবার থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন শান্তি। শুরু হয়েছে অনুসন্ধান। স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমের সাহায্যও নিচ্ছেন তিনি। পুলিশ মহলে পরিচিতি রয়েছে শান্তির। এক সময়ে মানবাধিকার কমিশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। বর্তমানে তিনি রাজভবনে নিযুক্ত। সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শান্তি। তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

Advertisement

শান্তি জানিয়েছেন, হাওড়ার দিকে যাচ্ছেন বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তার পর থেকে তাঁর খোঁজ মিলছে না। রাতে বাড়ি না-ফেরায় বৃহস্পতিবার সকালে শান্তি সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তাঁর কথায়, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’’

সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেছেন শান্তি। তার উপরে লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement