Accident

বেপরোয়া বাইকের ধাক্কায় জখম এক পুলিশকর্মী

তাঁর বাড়ি বেহালারই বনমালী নস্কর রোডে। জখম পুলিশ অফিসারের নাম স্বপন আচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি।

রাতের শহরে রাস্তায় গার্ডরেল বসিয়ে চলছিল নাকা তল্লাশি। উপস্থিত পুলিশকর্মীরা দেখলেন, বেপরোয়া ভাবে ছুটে আসছে একটি মোটরবাইক। সেটি কাছে আসতেই থামতে বললেন তাঁরা। গতি কমানো তো দূর, উল্টে বাইকটি সোজা গিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই বাকি পুলিশকর্মীরা ধাওয়া করে ধরে ফেললেন চালককে।

Advertisement

বুধবার গভীর রাতে, পর্ণশ্রীর উপেন ব্যানার্জি রোডে। ধৃত বাইকচালকের নাম চিরঞ্জিত চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি বেহালারই বনমালী নস্কর রোডে। জখম পুলিশ অফিসারের নাম স্বপন আচার্য। তিনি পর্ণশ্রী থানার সাব ইনস্পেক্টর। প্রথমে তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বুকে এবং পায়ে আঘাত লেগেছে তাঁর। পায়ের আঘাত গুরুতর বলেই পুলিশ সূত্রের খবর। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়। তাঁকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আরও পডুন: জেলের পাশেই হুড়মুড়িয়ে ভাঙল ক্রেন, জখম পাঁচ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement