সরকারের কাছে অধ্যাপক বদলি না করার অনুরোধ প্রেসিডেন্সি কর্তৃপক্ষের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হল যাতে তাঁদের আর কোনও শিক্ষককে বদলি না করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সরকারের পক্ষ থেকেও বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ১৮:০৯
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হল যাতে তাঁদের আর কোনও শিক্ষককে বদলি না করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সরকারের পক্ষ থেকেও বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে।

Advertisement

উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে প্রেসিডেন্সির একের পর এক শিক্ষকের বদলি হওয়া নিয়ে অনেকদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ। এ বিষয়ে পড়ুয়ারা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছিলেন। তার সঙ্গে কিছু শিক্ষকের প্রেসিডেন্সি ছেড়ে চলে যাওয়ায় বিঘ্নিত হচ্ছিল শিক্ষার পরিবেশ। সম্প্রতি গভর্নিং বোর্ডের বৈঠকে প্রেসিডেন্সির প্রাক্তন উপাচার্য মালবিকা সরকার শিক্ষক বদলির বিষয়ে উচ্চশিক্ষা সচিব বিবেক কুমারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার শুক্রবার বলেন, ‘‘অধ্যাপক বদলির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই। আইন মেনেই বদলি করা হয়েছে। আমরা সরকারকে বিষয়টি জানিয়েছি। আমরা অনুরোধ করেছি যাতে আমাদের আর কোনও অধ্যাপক বদলি না হন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement