অধিকার ফেরাতে প্রতিবাদে পড়ুয়ারা

উপাচার্য অনুরাধা লোহিয়া সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘মিটিং-মিছিলের গোলযোগের জন্য পড়ুয়াদের যেমন অসুবিধা হয়, তেমন রাস্তার ধারেই আমার ঘর হওয়ায় আমারও কাজ করতে আসুবিধা হয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০২:৩৫
Share:

ফাইল চিত্র।

কলেজ স্কোয়ারে মিটিং-মিছিল বন্ধের প্রতিবাদে এ বার পথে নামতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

Advertisement

সংসদের সাধারণ সম্পাদক অরিন্দম দোলই মঙ্গলবার বলেন, ‘‘রাজ্য সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। এই অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধেই আমরা পথে নামব।’’ অরিন্দমের দাবি, মাইকের শব্দের অজুহাতে আন্দোলন বন্ধ না করে নির্দিষ্ট ডেসিবেলে বেঁধে দিলেই সমস্যা মিটে যাবে। যদিও ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য অনুরাধা লোহিয়া সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘মিটিং-মিছিলের গোলযোগের জন্য পড়ুয়াদের যেমন অসুবিধা হয়, তেমন রাস্তার ধারেই আমার ঘর হওয়ায় আমারও কাজ করতে আসুবিধা হয়।’’

আরও পড়ুন: টোকেন কম, দীর্ঘ লাইন কাউন্টারে

Advertisement

প্রেসিডেন্সি-র ছাত্র সংসদের বক্তব্য, মিটিং-মিছিল সাধারণ মানুষের অধিকার। যে ভাবে শিক্ষার অজুহাত দিয়ে তা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা নিন্দনীয়। এর বিরুদ্ধে ছাত্ররা পথে নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্য দিকে, কেউ মিটিং-মিছিল করলে সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ দেখাতে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ফের কলেজ স্কোয়ারে মিটিং-মিছিলকে ঘিরে ছাত্র রাজনীতি সরগরম হওয়ার সম্ভাবনা বেড়েছে।

যাঁর অনুরোধের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই পড়ুয়া তথা টিএমসিপি নেতা ইলিয়াস আখতার বলেন, ‘‘যেখানে একসঙ্গে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ডেসিবেল কমিয়ে কোনও ভাবেই শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।’’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ও প্রেসিডেন্সি-র ছাত্র সংসদকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, ‘‘ওঁরা পথে নামতেই পারেন। তার জন্য পুলিশ রয়েছে। তারাই ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন