দমদম জেলের সেলে বুধবার রাতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বৃহস্পতিবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় খোঁজ করতে গিয়ে দেখা যায়, রমেশ গায়েন নামে বিচারাধীন সেই বন্দি উধাও! তিনি ওই জেলে ছিলেন তিন মাস। জেল সূত্রের খবর, নিউ টাউনের বাসিন্দা রমেশকে এ দিন বারাসত আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। তার আগেই তাঁর অন্তর্ধানে রহস্য দানা বেঁধেছে।